বাংলারজমিন
নরসিংদীতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবক নিহত
নরসিংদী প্রতিনিধি
২০২১-১০-১৬
নরসিংদীতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে রকি নামে এক যুবক খুন হয়েছে। গতকাল দুপুরে হাজিপুর নায়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকি চন্দ্র দাস (২৪) পশ্চিমকান্দা পাড়া এলাকার শুশিল দাসের ছেলে। রকি মাছ বাজারের একটি আড়তে কাজ করতো। এ ঘটনায় মাদক ব্যবসায়ী সর্ব ও সজিব নামে ২ জনকে আটক করা হলেও পুলিশ স্বীকার করেনি। স্থানয়ীরা জানায়, দুপুরে মাদক ব্যাবসায়ী সর্ব নিহত রকিকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনে। নিহত রকি হাজিপুর নয়াপাড়া এলাকায় গেলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় প্রতিপক্ষরা রকিকে ছুরি দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ওসি সওগাতুল আলম বলেন, কী কারণে হত্যাকাণ্ড হয়েছে, তা জানা যায়নি। তদন্ত চলছে। সন্ধ্যার পর সব কিছু বলা যাবে। আটকের বিষয়ে জানতে চাইলে, তিনি বিষয়টি এড়িয়ে যান।