বাংলারজমিন
চিরিরবন্দরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
২০২১-১০-১৬
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শামীমা আক্তার ওরফে সুমি (১৪) নামে এক দশম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামের ৩৯১ কি. মি. ৯-১০ পিলারের সন্নিকটে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত সুমি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দীঘারণ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে এবং ফলিমারী ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় চিরিরবন্দর থেকে পার্বতীপুরগামী লাইফ ইঞ্জিন ট্রেনের নিচে ঝাঁপ দেয় সুমি। এতে তার শরীর ছিন্ন-ভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় চিরিরবন্দর থেকে পার্বতীপুরগামী লাইফ ইঞ্জিন ট্রেনের নিচে ঝাঁপ দেয় সুমি। এতে তার শরীর ছিন্ন-ভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।