বিনোদন

‘জয় বাংলা’ ছবিতে শ্রাবণ

স্টাফ রিপোর্টার

২০২১-১০-১৬

রাজু চৌধুরীর পরিচালনায় ‘তোকে ভালোবাসতেই হবে’ নামের সিনেমা দিয়ে অভিষেক হয় চিত্রনায়ক শ্রাবণ শাহর। এরপর একই পরিচালকের ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, আজাদ খানের ‘দাবাং’ ও ‘সন্ত্রাসী হামলা’, এফ জাহাঙ্গীরের ‘অশান্ত মেয়ে’, শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’ সিনেমাগুলোতে অভিনয় করেন  তিনি। বর্তমানে মিঠু সিকদার প্রযোজিত মুনতাসির মামুনের উপন্যাস অবলম্বনে কাজী হায়াতের পরিচালনায় নির্মাণাধীন সিনেমা ‘জয় বাংলা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ১৯৬৮-১৯৭১ সালের বিশ্ববিদ্যালয় পড়ুয়া রাজনীতিতে যুক্ত থাকা একজন ছাত্রের ভূমিকায় অভিনয় করছেন শ্রাবণ। তার চরিত্রের নাম কাদের। শ্রাবণ বলেন, কাজী হায়াত স্যারের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। সরকারি অনুদানের এ ছবিতে অভিনয় করে দারুণ এক অভিজ্ঞতা হচ্ছে। কারণ এমন গল্প, চরিত্রে এর আগে কাজের সুযোগ হয়নি। গল্পকার, পরিচালক, ছবিটির নাম, সরকারি অনুদান- সব মিলিয়ে ছবিটিতে কাজ করা আমার জন্য সৌভাগ্যেরই বলা যায়। এদিকে, শ্রাবণের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো শবনম পারভীনের ‘হুরমতি’ এবং পল্লী মালেকের ‘পরশ প্রেমের ছোঁয়া’। অন্যদিকে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘বাংলার হারকিউলিস’ এবং ‘মানুষ কেন অমানুষ’ নামের দুটি নতুন সিনেমায়ও অভিনয় করছেন শ্রাবণ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status