বাংলারজমিন

গঞ্জের আলীর কান্না থামছেই না

তোফাজ্জেল হোসেন তপু, কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে

১৬ অক্টোবর ২০২১, শনিবার, ৬:৫৭ অপরাহ্ন

কৃষক গঞ্জের আলী-সিনু দম্পতির গোয়ালের গরুগুলো ছিল একমাত্র সম্বল। বছর শেষে ১-২টা গরু বিক্রি করে সংসার চলে তাদের। মাঠে চাষযোগ্য জমি না থাকায় সন্তানের মতো করে গরু লালন-পালন করেন তারা। কিন্তু গতকাল গভীর রাতে গোয়ালের ৯টি গরুর মধ্যে ৭টি চুরি হয়ে গেছে। চোর দুটি বাছুর রেখে গেছে। শেষ অবলম্বন হারিয়ে কৃষক গঞ্জের আলীর কান্না থামছেই না।
গঞ্জের আলীর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা গ্রামে। তিনি জানান, প্রতিদিনের মতো রাতে গরুগুলোকে খেতে দিয়ে নিজেরা ঘরে ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে বের হয়ে দেখেন গরুশূন্য গোয়াল। এরপর দেখেন বাড়ির মূলফটকের হুক কাটা, দরজা আলগা করা। বুঝতে পারেন গরুগুলো চুরি হয়ে গেছে। এই কৃষক আরও বলেন, সড়কের পাশে বাড়ি হওয়ায় চোরেরা পিকআপে তুলে নিয়ে গেছে গরুগুলো। গাড়ির চাকার দাগ দেখে বোঝা যাচ্ছে।
তিনি আরও জানান, ভোরের দিকে এক রিকশাওয়ালা রিকশা নিয়ে পাশের নরেন্দ্রপুর গ্রামে যাচ্ছিল। এ সময় চোরেরা তাকে ধরে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে যেন সে হইচই করতে না পারে। সকালে ওই রিকশাচালকের কাছে তিনি শুনেছেন, চোরেরা মুখোশ পরে বড়-বড় ধারালো দা ও দেশীয় অস্ত্রপাতি নিয়ে পিকআপে তুলে গরুগুলো নিয়ে যায়।
প্রতিবেশী জিল্লুর রহমান বলেন, চোরেরা প্রাচীর ডিঙিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে গেটের হুক কেটেছে। গঞ্জের আলী অত্যন্ত গরিব কৃষক। এখন তার সবকিছু শেষ হয়ে গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোতালেব হোসেন বলেন, গরু চুরির ঘটনাটি সত্য। ভুক্তভোগী পরিবারের সিনু খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি দুঃখজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status