কলকাতা কথকতা

কলকাতা কথকতা     

নবমী নিশিতে জনবিস্ফোরণ কলকাতায়, কোভিড সংক্রমণ সর্বোচ্চ বাড়লো

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা  

১৫ অক্টোবর ২০২১, শুক্রবার, ৮:৫৬ পূর্বাহ্ন

নবমী নিশিগো যেন পোহাইও না - এই আর্তি বুকে নিয়ে যেন কলকাতা মহানবমীর রাতে পথে নেমে এসেছিলো। মণ্ডপে মণ্ডপে জনপ্লাবন। পুজোর শেষদিন বলে মণ্ডপ দর্শনের তাগিদ। দক্ষিণের একডালিয়া এভারগ্রিন, ত্রিধারা, বাদামতলা, ছেষট্টি পল্লী, শীতলামন্দির, যোধপুর পার্ক, নতুন দলে যেমন জনবিস্ফোরণ, ঠিক  তেমনই উত্তরের হাতিবাগান, কাশি বোস লেন, জগৎ মুখার্জি পার্ক, কলেজ স্কয়ারে। কোথায় সামাজিক দূরত্ববিধি, কোথায় মাস্ক? পুলিশ হিমশিম খেয়েছে রাতভর। উত্তরে শ্রীভূমির বুর্জ খলিফা মণ্ডপ বন্ধ করে দেয়া হয়েছে। রেল বৃহস্পতিবার বিকেল চারটে থেকে শুক্রবার ভোর চারটে পর্যন্ত কোনও ট্রেন এর স্টপেজ দেয়নি বিধাননগর স্টেশনে। এই স্টেশনে নেমেই বুর্জ খলিফা মণ্ডপে যেতে হয়। কিন্তু, তবু এই যৌবন জলতরঙ্গ রোধিবে কে? অন্য মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়েছে। রেস্তোরাঁর সামনে রাত দুটো পর্যন্ত ওয়ারিং-এর লাইন। উৎসবের মরশুমে কোভিড ছড়িয়ে পড়ছে। পজিটিভিটি রেটের দিকে চোখ ফেললেই বুঝতে অসুবিধা হবে না কোভিড গ্রাফ কীভাবে উর্ধমুখী হচ্ছে। এগারো অক্টোবর সংক্রমণের হার ছিল  ২.৩২। বারো অক্টোবর তা বেড়ে হয় ২.৫৬। তেরো অক্টোবর শতাংশের হিসেবে তা দাঁড়ায় ২.৭৪ এ। আর মহানবমীর রাতে তা হয় ২.৯২। বিশেষজ্ঞদের আশঙ্কা অক্টোবরের শেষ সপ্তাহে কোভিড মারাত্মক আকার ধারণ করবে। নবমীতে বঙ্গে মোট পাঁচশো তিরিশ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দশ জনের। কলকাতায় সংক্রমিত হয়েছেন একশো দুজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status