অনলাইন

বিটিসিএল এবং বাংলাদেশ পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

স্টাফ রিপোর্টার

১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৯:২৫ অপরাহ্ন

‘হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি মনিটরিং সিস্টেমে বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি প্রদানের জন্য বিটিসিএল এবং বাংলাদেশ পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিটিসিএল প্রধান কার্যালয়, টেলিযোগাযোগ ভবনের সম্মেলন কক্ষে আজ সকালে বিটিসিএল এর জেনারেল ম্যানেজার এক্সটার্নাল এফেয়ার্স ড. মো. আনোয়ার হোসেন মাসুদ এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশ মো. মিজানুর রহমান, পিপিএম (বার) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় বিটিসিএল এর ম্যানেজিং ডিরেক্টর ড. মো. রফিকুল মতিন এবং ডিএমডিবৃন্দসহ বিটিসিএল এর উর্দ্ধতন কর্মকর্তা এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিটিসিএল এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং, জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান,
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের শেষ পর্যায়ে টেলিফোনে সংযুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী  মোস্তাফা জব্বার বিটিসিএল এবং বাংলাদেশ পুলিশকে অভিনন্দন জানান। এসময়  মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স থেকে শুরু করে বর্তমানে সরকারের যত প্রধান সেবা রয়েছে সবগুলো সেবার নেটওয়ার্ক বিটিসিএল প্রদান করে আসছে। এছাড়া বাংলাদেশে ডিজিটাল মহাসড়ক নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। করোনাকালে বিটিসিএল এর নেটওয়ার্ক যদি যথাযথভাবে কাজ না করতো, তাহলে আমাদের সংকটে পড়তে হতো। মন্ত্রী আরো বলেন,বিটিসিএল এখন আগের চেয়ে অনেক বেশী কাস্টমার-রেসপন্সিভ। আমি আশা করি বাংলাদেশ পুলিশ বিটিসিএল এর নেটওয়ার্ক ব্যবহার করে প্রত্যাশিত সেবা পাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status