দেশ বিদেশ

টিকা নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করার সুপারিশ সংসদীয় কমিটির

সংসদ রিপোর্টার

১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৯:৩৫ অপরাহ্ন

নির্ধারিত সময়ে দেশে করোনার টিকা বোতলজাতকরণের কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কাজে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে। কমিটির পক্ষ থেকে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দেশে টিকা বোতলজাতকরণের পাশাপাশি টিকা উৎপাদন কার্যক্রম দ্রুত করার তাগিদ দেয়া হয়েছে। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে দেশে করোনা টিকা উৎপাদন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ ও আমিরুল আলম মিলন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, গত জুন মাসে সংসদীয় কমিটির বৈঠকে ছয় মাসের মধ্যে সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানির মাধ্যমে দেশে করোনা টিকা উৎপাদনের সুপারিশ করা হয়। এরপর আগস্টে বৈঠক করে সংসদীয় কমিটি। ওই বৈঠকে ৬ থেকে ৯ মাসের মধ্যে টিকা বোতলজাত করার ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। বৈঠকে এ বিষয়ে একটি পূর্ণ পরিকল্পনাও মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়। সর্বশেষ গতকালের বৈঠকে এক বছরের কথা বলা হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, এসেনশিয়াল ড্রাগসের গোপালগঞ্জ শাখায় জমি আছে। সেখানে টিকা বোতলজাত করা যাবে। তবে টিকা উৎপাদনের জন্য আরও জায়গা লাগবে, সেই জায়গা অধিগ্রহণ করা হবে। এক বছরের মধ্যে টিকার বোতলজাত শুরু করা সম্ভব হবে বলে আশা করছি। তিনি জানান, এখনো প্রকল্প প্রস্তাব (ডিপিপি) করতে হবে। একজন পরামর্শক নিয়োগ দিতে হবে। কোন দেশ থেকে কাঁচামাল আসবে, সেসব ঠিক করতে হবে। যন্ত্রপাতি কোথা থেকে আসবে, সেগুলো ঠিক করতে হবে। এজন্য একটু সময় লাগবে। তবে এই কাজে যেন আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করা হয়, সে বিষয়ে মন্ত্রণালয়কে সতর্ক করা হয়েছে। বৈঠকে কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম বাস্তবায়নের জন্য দেশে কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন উৎপাদনে দ্রুতগতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশে ভ্যাকসিন উৎপাদন, ব্যবহার, পরিবহন ও সাশ্রয়ী দিক বিবেচনায় প্রোটিন ভ্যাকসিন উৎপাদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকার কাঁচামাল ও প্রযুক্তি আমদানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি ডায়াডিকের সঙ্গে এসেনশিয়াল ড্রাগস তিনবার ভিডিও কনফারেন্স করেছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের জন্য একটি খসড়া তৈরি করা হয়েছে। এ ছাড়া রাশিয়ার স্পুটনিক-ভি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত প্রোটিন ভ্যাকসিন তৈরির আলোচনা চলছে। মন্ত্রণালয় আরও জানায়, টিকা উৎপাদনের লক্ষ্যে যন্ত্রপাতি উৎপাদন ও সরবরাহকারী বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকভাবে প্রাক্কলিত দর প্রস্তুত করা হয়েছে। বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে স্বল্প সময়ের মধ্যে স্টিলের অবকাঠামো নির্মাণ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদনের ইউনিট চালুর জন্য বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী স্টিলের অবকাঠামো তৈরি করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status