বাংলারজমিন

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ’

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

১৩ অক্টোবর ২০২১, বুধবার, ৯:০৭ অপরাহ্ন

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। গতকাল বুধবার রামকৃষ্ণ মিশনে কুমারীপূজা অনুষ্ঠান শেষে ভক্তদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
কুমারীপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ আকন্দ, সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, সিটি করপোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার। পূজা পরিচালনা করেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবব্রত বিশ্বাস জয়। এবার ৯ বছর বয়সী কুমারী মা কে অপরাজিতা রূপে পূজা করা হয় কুমারীর নাম টিউলিপ সরকার, বয়স ৯ বছর পিতা. উৎপল সরকার, বাসা আর, কে মিশন রোড, হলিসোল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। উল্লেখ্য, হাজার হাজার ভক্ত সমাবেশে উৎসবমুখর পরিবেশে পুষ্পাঞ্জলি প্রদান করা হয় এবং প্রসাদ বিতরণ করার মধ্যদিয়ে এবারের দুর্গাষ্টমী পালিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status