বাংলারজমিন

শ্রীবরদীতে ইউপি নির্বাচনে ভোটের মাঠে ২ সাংবাদিক

শেরপুর প্রতিনিধি

২০২১-১০-১৪

 তফসিল ঘোষণা না হলেও ওই শ্রীবরদী উপজেলার সদর ও ভেলুয়া ইউনিয়নে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ২ সিনিয়র সাংবাদিক। তারা হচ্ছেন- ভেলুয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি, সমাজসেবক মোহাম্মদ জুবায়ের রহমান এবং শ্রীবরদী সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক-ব্যবসায়ী মো. ফরিদুজ্জামান। তারা দু’জনই এখন এলাকায় হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। জানা যায়, শ্রীবরদী সদর ইউনিয়নে এবার বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পল্লী চিকিৎসক আব্দুল হালিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী-সাংবাদিক মো. ফরিদুজ্জামান আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেয়ার পাশাপাশি দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ফরিদ। পিতা প্রয়াত নওয়াব আলী খান এক সময় দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বড়ভাই ছামিউল হক বর্তমানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এলাকায় পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি বড়ভাই বিশিষ্ট ব্যবসায়ী-সাংবাদিক সোলাইমান খান মজনুর দানশীলতার কারণে তার প্রতি এলাকার দলমতের মানুষের যেমন রয়েছে আস্থা, তেমনি তার নিজস্ব সাবেক বৃহত্তর ৩ নং (৭, ৮, ৯) ওয়ার্ডের পাশাপাশি প্রতিটি এলাকাজুড়ে গড়ে উঠেছে তার অবস্থান। এদিকে ভেলুয়া ইউনিয়নে আলোচনার শীর্ষে চলে এসেছেন সাংবাদিক নেতা ও সমাজসেবক মোহাম্মদ জুবায়ের রহমান। প্রায় ৫ মাস আগে নিজের বড় ভাই ইউপি চেয়ারম্যান মিয়া মো. মিজানুর রহমানের মৃত্যুর পর থেকেই তার নাম উঠে আসে এলাকার মানুষের মুখে মুখে। একজন সফল সংগঠক ও জনবান্ধব মানুষ হিসেবেও রয়েছে তার ব্যাপক পরিচিতি ও অবস্থান। ভাই মিজানুর রহমানের মৃত্যুর ৩ মাস যেতে না যেতেই মারা যান জুবায়েরের বাবা, এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ মিয়া মজিবর রহমান। জুবায়ের সাবেক বৃহত্তর ১নং ওয়ার্ডে (১, ২, ৩) একমাত্র সম্ভাব্য প্রার্থী। অন্য দুটি ওয়ার্ডে অর্থাৎ সাবেক ৩নং ওয়ার্ডে সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম ও ইউনিয়ন যুবলীগের সভাপতি, গত নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান আরজু এবং সাবেক ২নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান এডভোকেট দেলোয়ার হোসেনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক জুবায়ের রহমানও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status