বাংলারজমিন

মুক্তাগাছায় ভয়ে এলাকা ছাড়া কয়েক পরিবার

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৮:১৫ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছা তারাটি ইউনিয়নের পূর্ব বিরাশি গ্রামের একটি সন্ত্রাসী চক্রের কাছে কয়েকটি পরিবার জিম্মি হয়ে পড়েছে। সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে পরিবারগুলো। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অবহিত হয়ে সুরাহা করতে ব্যর্থ হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে আমির আলী নামে একজন বাদী হয়ে ময়মনসিংহ পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন মুক্তাগাছা থানা পুলিশকে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের পূর্ব বিরাশি গ্রামের মৃত হাছেন আলীর পুত্র আমির আলী অভিযোগ করেন, একই গ্রামের শহীদ আলী, কালাম ওরফে কাইল্লা, এবাদুল, জুয়েলসহ আরও অজ্ঞাত কয়েকজন মিলে ওই এলাকায় একটি সন্ত্রাসী সিন্ডিকেট তৈরি করে চাঁদাবাজি করে আসছে। তাছাড়া এলাকায় সিঁদেল চুরি, ছাগল চুরি, কঙ্কাল চুরিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে দীর্ঘদিন ধরে। এলাকার নিরীহ সাধারণ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামালা করায় বাদী আমির আলীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। আমির আলী চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীদের হুমকিতে ৯ মাস ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। স্থানীয় মৃত বেলায়েত মাস্টারের পরিবার এই সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছে। বেলায়েত মাস্টারের বাড়িরর আঙিনার প্রায় ৫ লাখ টাকার গাছের বাগান ইতিমধ্যে কেটে সাবাড় ফেলেছে। বেলায়েত মাস্টারের পুত্র হাফেজ মুফতি জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের তারা অতিষ্ঠ। তাদের বাড়িঘর, বাড়ির আঙিনার বৃক্ষ, পুকুরের মাছ, ক্ষেতের ফসলসহ যাবতীয় সম্পদ সন্ত্রাসীরা লুট করে নিয়েছে। তারা কোনো প্রতিকার পাচ্ছে না। একই এলাকার ৯৫ বছর বয়সী মনসুর আলী নামে এক বৃদ্ধ সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এলাকার সাধারণ মানুষ প্রকাশ্যে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status