বাংলারজমিন

চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ফাঁস, বিক্ষোভ ও মানববন্ধন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৭:৫৮ অপরাহ্ন

ময়মনসিংহের হালুয়াঘাটে এক ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে তুলকালাম চলছে। এ নিয়ে চেয়ারম্যানের বিচার ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মানববন্ধনসহ নানা প্রতিবাদে নেমেছে ইউনিয়নবাসী। তবে অভিযুক্ত চেয়ারম্যান বলছে, নির্বাচনকে সামনে রেখে এটি একটি ষড়যন্ত্র ও অপপ্রচার।
জানা যায়, গত ৮ই অক্টোবর হালুয়াঘাট উপজেলার ১০নং ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমনের ৪ মিনিট ৪০ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ‘মিষ্টি মেয়ে’ নামে ফেসবুক আইডিতে কেউ পোস্ট দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। তবে ওই আইডিটি ফেক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মুহূর্ত অতিবাহিত করতে। স্থানীয়রা বলছে, ইউনিয়ন পরিষদের নিজস্ব কক্ষেই এমন ঘটনা ঘটিয়েছে চেয়ারম্যান। তবে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এমন ভিডিও কে ধারণ করেছে তা পরিষ্কার নয়। কেউ কেউ বলছে প্রতিপক্ষদের মাঝে কেউ টের পেয়ে তা ক্যামেরাবন্দি করেছে। চেয়ারম্যান সমর্থকরা বলছে- নির্বাচনকে সামনে রেখে প্রকাশ করবে- এমন উদ্দেশ্যেই ওই ভিডিও করা হয়।  এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখামাত্রই অনেকেই ডাউনলোড করে রেখে দেয়। বর্তমানে ভিডিওটি অনেকের হাতে হাতে। গোপনে গোপনে চলছে একে অপরের সঙ্গে ভিডিও আদান- প্রদান। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে একজন  থেকে অপরজনে ছড়িয়ে পড়ে। মিষ্টি মেয়ে নামক আইডিতে পোস্ট দেয়া ভিডিওটি ২৪ ঘণ্টা থাকার পর আবার তা ডিলিট করে দেয়। কিন্তু এরই মাঝে স্ক্রিনশট রেখে দেয় সাংবাদিকসহ উৎসুকরা। একপর্যায়ে এর প্রতিবাদে নামে ইউনিয়নের প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীরাসহ স্থানীয়দের একটি বৃহৎ অংশ। চেয়ারম্যানের বহিষ্কার ও বিচারের দাবিতে গত রোববার বিকালে ধরাবন্নী গ্রামে সড়কে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে ইউনিয়নের প্রতিবাদকারী শত শত জনতা। চেয়ারম্যানের এমন কাণ্ডে তাকে দল থেকে বহিষ্কারসহ শাস্তি দাবি এলাকাবাসীর। মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাদশা, চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম লিটন, শেখ সেলিম বাতেন, জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা শরিফুল ইসলাম শরিফসহ আরও অনেকেই। এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে, যা আদৌ সত্য নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status