দেশ বিদেশ

এসএসসি-৯১ ফাউন্ডেশন বন্ধুর পাশে বন্ধুরা

নবাবগঞ্জ (ঢাকা)প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২১, বুধবার, ৩:০৭ অপরাহ্ন

এসএসসি ৯১ ফাউন্ডেশনের উদ্যোগে আয়বর্ধক স্থায়ী ব্যবস্থা হিসেবে অটোরিকশার চাবি ও ব্যবসার স্বল্প পুঁজি হিসেবে নগদ সহায়তা ১,৬৫,৯৬০/- ( এক লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শত ষাট) টাকার চেক হস্তান্তর করেছেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ- উল হাসান।
১১ অক্টোবর ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ- উল হাসান প্রধান অতিথি হিসেবে অটোরিক্সার প্রতীকী চাবি ও উক্ত চেক অসুস্থ বন্ধু হারুনের নিকট হস্তান্তর করেন।
এই ব্যাপারে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক কামরুল ইসলাম চৌধুরী বলেন, এসএসসি ৯১ ফাউন্ডেশনের বন্ধুরা যেখানেই শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যায় থাকবে আমরা আমাদের সকলের সহযোগিতায় সাধ্যমত পাশে দাঁড়াতে চেষ্টা চালিয়ে যাবো। তার অংশ হিসেবে ফেনীর বন্ধু হারুনের পাশে দাঁড়িয়েছি। ধন্যবাদ জানাই ফেনীর জেলা প্রশাসক আমার অনুজপ্রতিম সহকর্মীকে। তাঁকে হারুনের দিকে খেয়াল রাখা ও সরকারি কোন সুযোগ সুবিধার ক্ষেত্রে ইতিবাচক বিবেচনায় রাখার অনুরোধ করছি । ছাগলনাইয়ায় সরকারি শিশু পরিবার (বালক) ও জেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শনের পাশাপাশি অসুস্থ এসএসসি ৯১ বন্ধু হারুনের জন্য এবং জেলা প্রশাসক সম্ভাব্য সব কিছু করার আশ্বাস দিলেন।
এসএসসি ৯১ ফাউন্ডেশনের বন্ধুদের উদ্যাগের কথা বলেন, তোমাদের সকলের প্রচেষ্টায় সম্ভব হয়েছে। আর তোমাদের জানানোও প্রয়োজন ছিল কেননা এটা ব্যক্তিগত নয় সমষ্টিগত প্রয়াস আর তোমাদের প্রদত্ত অর্থের জবাবদিহিতা নিশ্চিত করাও আমাদের দায়িত্বের অংশ। ইতোপূর্বে বন্ধু ফয়েজ তাঁর এক্স ক্যাডেট কলেজ বন্ধুদের মাধ্যমে ১ লক্ষ টাকা হারুনের হাতে তুলে দিয়েছিল। আজ অবশিষ্ট ফান্ড হস্তান্তর করে অর্পিত দায়িত্ব পালন শেষ হলো। হারুন ও নিজে পুরোটা সময় উপস্থিত থেকে বন্ধুদের এ আন্তরিকতায় মুগ্ধ হয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অনুষ্ঠানে ঢাকা থেকে বন্ধু বিপুল ও ফেনীর বন্ধুদের মধ্যে আব্দুল জলিল আদর, আফতাব, মাঈনুদ্দিন উপস্থিত ছিল। বন্ধু নিজাম হঠাৎ বাচ্চার অসুস্থতার কারনে ফেনী যেতে না পারলেও সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status