খেলা

ওয়েম্বলিতে ইংল্যান্ডকে রুখে দিলো হাঙ্গেরি

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর ২০২১, বুধবার, ১১:৪০ পূর্বাহ্ন

গত ৩রা সেপ্টেম্বর, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় হাঙ্গেরি। এবার আতিথ্য নিয়ে প্রতিশোধ না নিতে পারলেও ইংলিশদের রুখে দিয়েছে দলটি। মঙ্গলবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড-হাঙ্গেরি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২১-এ সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল গ্রুপ ‘এফ’। যেখানে ফ্রান্স, পর্তুগাল, জার্মানির সঙ্গে লড়তে হয়েছে হাঙ্গেরিকে। ফুটবল বিশে^র বড় বড় দলগুলোকে খাবি খাইয়ে দিয়েছিল ফিফা র‌্যাঙ্কিংয়ের ৪০তম দলটি। আর তাই যেকোনো দলের বিপক্ষেই সমীহের দাবিদার তারা।
মঙ্গলবার রাতে রোলান্ড সাল্লাইয়ের গোলে লিড নেয় হাঙ্গেরি। এরপর ম্যাচে সমতা আনেন ইংল্যান্ডের জন স্টোনস।
গত জুন-জুলাইয়ে ইউরোয় ফ্রান্স ও জার্মানিকে রুখে দেয়া হাঙ্গেরি এদিন তেমন অসাধারণ কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে তাল মিলিয়ে পাল্টা-আক্রমণে ওঠে তারা।
ম্যাচের ৬৪ শতাংশ বল দখলে ছিল ইংল্যান্ডের। প্রতিপক্ষের জালের উদ্দেশ্যে ১১টি শট নেয় স্বাগতিকরা। আর লক্ষ্যে ছিল ৫টি। অপরদিকে ৩৬ শতাংশ বল দখলে রেখে ৬টি শটের ১টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয় হাঙ্গেরি।
ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই অপ্রীতিকর ঘটনা ঘটে গ্যালারিতে। বর্ণবাদী আচরণের জন্য হাঙ্গেরির এক সমর্থককে গ্রেপ্তার করেন ইংল্যান্ড পুলিশ। প্রায় ৬০০ হাঙ্গেরিয়ান সমর্থক বসা গ্যালারির কর্নারে ঘটনাটি ঘটে। এসময় সফরকারী দলের সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ আসে ইংল্যান্ডের। ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের দারুণ এক ব্যাকহিল ফ্লিকে বল ধরে ডি-বক্সের দিকে এগিযে যান লুক শ। এরপর ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ম্যানইউ ডিফেন্ডার নিচু ক্রস বাড়ান গোলমুখে। ফাঁকায় পেয়েও বলের নাগাল পাননি হ্যারি কেইন।
২৩তম মিনিটে এগিয়ে যায় হাঙ্গেরি। ডি-বক্সে লুক শ বল ক্লিয়ার করতে গিয়ে অনেক ওপরে পা তুলে প্রতিপক্ষের লোইক নিগোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দরকে এগিয়ে নেন মিডফিল্ডার সাল্লাই।
৩৭তম মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। ফিল ফোডেনের ফ্রি কিকে বল একজনের গায়ে লেগে যায় দূরের পোস্টে। গোলমুখে ঠা-া মাথা পা বাড়িয়ে বল জালে পাঠান স্টোনস।
৬৯তম মিনিটে স্টার্লিংকে প্রতিহত করে ব্যবধান বাড়তে দেননি হাঙ্গেরির গোলরক্ষক পিটার গুলাক্সি। কেইনের ডি-বক্সে বাড়ানো বল ফাঁকায় পান স্টার্লিং। এগিয়ে এসে বল ম্যান সিটি তারকার শট রুখে দেন গুলাক্সি।
৮৪তম মিনিটে বুকায়ো সাকার ভুলে পিছিয়ে যেতে পারতো ইংল্যান্ড। আর্সেনাল উইঙ্গার নিজেদের অর্ধে বল হারালে বল পেয়ে যান হাঙ্গেরির ফিলিপ হলেন্দার। তবে উড়িয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে শেষ তিন ম্যাচে দুটিতে পয়েন্ট হারালো ইংল্যান্ড। গত মাসে পোল্যান্ডের মাঠে ১-১ গোলে ড্র করেছিল গ্যারেথ সাউথগেইটের দল।
হাঙ্গেরির বিপক্ষে পয়েন্ট হারালেও কোনো প্রভাব পড়ছে না ইংলিশদের অবস্থানে। আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংলিশরা। আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে পোল্যান্ড। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আলবেনিয়া। চার নম্বরে থাকা হাঙ্গেরির পয়েন্ট ১১।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status