দেশ বিদেশ

‘নির্বাচনী ব্যবস্থা সাংবিধানিক এ ধারা অব্যাহত আছে থাকবে’

পটুয়াখালী প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২১, বুধবার, ৯:২০ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নে ও কল্যাণে সবসময় কাজ করছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য আওয়ামী লীগ সরকার অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ব্যবস্থা সাংবিধানিক, এ ধারা অব্যাহত রাখা ও উত্তরোত্তর এটি সমৃদ্ধশালী করার চেষ্টা চলমান রয়েছে। তিনি বলেন, বিএনপি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। বিএনপি ও তাদের সমমনাদের ষড়যন্ত্রের কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। গতকাল দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

তাজুল ইসলাম বলেন, পৌরসভাসমূহে প্রশাসক নিয়োগ হলে জনপ্রতিনিধিদের মর্যাদা বৃদ্ধি হবে এবং এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সুধী সমাবেশ শেষে জেলা পরিষদের বাস্তবায়িত শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধন করেন। এর আগে মন্ত্রী পটুয়াখালী জেলার লোহালিয়া নদীর উপর নির্মাণাধীন পিসি গার্ডার ব্রিজের অসমাপ্ত কাজ, পৌর শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন। মন্ত্রী বিকালে এলজিইডি কর্তৃক নির্মাণাধীন কলাপাড়ার আন্দারমানিক ব্রিজের নির্মাণকাজ পরিদর্শন করেন।  স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মো. শাহজাহান মিয়া এমপি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি, মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন,  জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমন মোহন, জেলা আয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, দুমকি উপজেলা চেয়ারম্যান এডভোকেট হারুন অর রশিদ হাওলাদার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার, বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status