দেশ বিদেশ

আরসার কমান্ডার ছলিমসহ ১৪ রোহিঙ্গা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২০২১-১০-১৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে কথিত ও বিতর্কিত সংগঠন ‘আরসার’ কমান্ডার ছলিম মাস্টারসহ ১৪ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে রোহিঙ্গা এবং আরসার কমান্ডার ছলিম মাস্টারসহ ৬ জনকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ  ব্যাটালিয়ন এপিবিএন-৮। এ সময় তাদের কাছ থেকে দা, হাঁসুয়া, শাবল  সিমকার্ড, মোবাইল ফোন ও নোট বুক উদ্ধার করা হয়।
৮ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন বলেন, উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির খবর পেয়ে জামতলী ক্যাম্পের ব্লক-ডি/১৩ অভিযান পরিচালনা করে। গতকাল ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব দুর্বৃত্তকে আটক করা সম্ভব হয়। তিনি আরও বলেন, ধৃত এনায়েত উল্লাহ, আব্দুল আমিন, নূর মোহাম্মদ, মো. রফিক, মো. আরিফ উল্লাহ কথিত ‘আরসার’ অন্যতম নেতা আনাস-এর ঘনিষ্ঠ সহচর এবং ফিরোজ মিয়া চিহ্নিত মাদক কারবারি এবং ধৃত ছলিম মাস্টার কথিত বিতর্কিত সংগঠন ‘আরসার’ স্থানীয় কমান্ডার। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র ও মাদকসহ তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী নুর হোসেনসহ ৬ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার  করেছে ১৪ এপিবিএন ও জেলা পুলিশের যৌথ টিম। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ, ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ১৪ এপিবিএনের সহকারী পুলিশ সুপার একেএম এমরুয়ানুল হক মারুফ বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করে অস্ত্র ও  মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status