খেলা

দুই দলেরই বাঁচা মরার লড়াই

সামন হোসেন, মালে (মালদ্বীপ) থেকে

১৩ অক্টোবর ২০২১, বুধবার, ৯:০১ অপরাহ্ন

পাঁচ দলের সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালের সুযোগ আছে চার দলের। মালেতে সেই সুযোগ কাজে লাগানোর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। রাতে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে সাতবারের চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশের জয়ের বিকল্প নেই। আর নেপালকে যে করেই হোক এড়াতে হবে হার। সাফের অলিখিত এই ‘সেমিফাইনাল’ চাপময় লড়াইটা অস্তিত্ব রক্ষার। যারা চাপকে জয় করতে পারবে তারাই পাবে ফাইনালের টিকিট। অতীতে যতবারই এমন চাপে পড়েছে বাংলাদেশ, প্রতিবারই ভেঙে পড়তে দেখা গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। তাই গতকাল মালের রাশমি ধান্দু স্টেডিয়ামের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উঠে এসেছিল এই চাপের কথা। যা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের হেড কোচ অস্কার ব্রুজন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি অতীত নিয়ে ভাবছি না। নতুন টুর্নামেন্ট নতুন স্বপ্ন। এখানে চাপের কিছু নেই। ছেলেরা এখন পর্যন্ত ফিফটি পার্সেন্ট অর্জন করেছে। কাল (আজ) ম্যাচ জিতে বাকি ৫০ পার্সেন্ট অর্জন করবে। দুই দিন বিশ্রামের পর আমি ছেলেদের সেভাবেই তৈরি করেছি’। এই ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়ে ব্রুজন বলেন, ‘আমি গত দু’দিন অনুশীলনে ছেলেদের আক্রমণাত্মক ফুটবল খেলিয়েছি। আমি তাদের একটি কথাই বারবার বলেছি। জিততে হলে গোল করতে হবে।’ টুর্নামেন্টে এ পর্যন্ত তিন ম্যাচ খেলেছে নেপাল। শ্রীলঙ্কার কথা বাদ দিলে বাকি দুই ম্যাচে কাউন্টার এট্যাক নির্ভর ফুটবল খেলেছে তারা। নেপালের এই দলে দ্রুতগতির কয়েকজন ফুটবলার আছেন। যারা দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠতে পারে। এ বিষয়টি মনে করে ব্রুজন বলেন, ওরা দ্রুত আক্রমণে যেতে পারে। বিষয়টি আমার মাথায় আছে আমি সেভাবেই কাজ করেছি’। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই গোল করেছে বাংলাদেশ। যার দুটিই করেছেন ডিফেন্ডাররা। নেপাল ম্যাচের আগে এটা ভাবনার কারণ কিনা জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, গোলের সংকট বা স্কোরিং  সমস্যা এটা মিডিয়ার কথা। আমি কোনো সংকট দেখি না। ১১ জনের মধ্যে যে কেউ গোল করতে পারে। বাংলাদেশ দলের হয়ে যে কেউ গোল করলেই হয়।’ আগামী ম্যাচে সমর্থকদের কাছে বাড়তি সমর্থন চেয়ে অধিনায়ক বলেন, ‘মালদ্বীপে আমরা অনেক সমর্থন পাচ্ছি। আশা করি আগামী ম্যাচেও এর ধারাবাহিকতা থাকবে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে খুব কম টিকিট পেয়েছিল বাংলাদেশিরা। এই ম্যাচে অনেকে আসবে, সবাই সমর্থন দেবে।’ গ্যালারি ভর্তি দর্শকের সামনেই স্বাগতিক মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছিল নেপাল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ প্রবাসী দর্শকদের সামনে বাংলাদেশকে হারাতে চায় নেপাল। কাল সংবাদ সম্মেলনে নেপালের সহকারী কোচ কিরণ শ্রেষ্ঠা বলেন, ‘আমরা জানি এদিন বাংলাদেশকে সমর্থন যোগাতে অনেক প্রবাসী স্টেডিয়ামে আসবে। তারা আমাদের খুব একটা সমস্যায় ফেলতে পারবে বলে মনে হয় না। আমরা কিন্তু মালদ্বীপের দর্শকদের সামনে তাদের হারিয়েছি। ম্যাচ নিয়ে এই কোচ বলেন, এক পয়েন্ট হলেই আমাদের ইতিহাস হবে। কিন্তু আমরা এই ম্যাচে এক পয়েন্টের জন্য খেলবো না। আমাদের লক্ষ্য থাকবে জয়ের।  
এদিকে দুটি হলুদ কার্ডের কারণে মালদ্বীপ ম্যাচে একাদশে ছিলেন না উঙ্গগার রাকিব হোসেন। তার এই ম্যাচে একাদশে ফেরা নিশ্চিত। লাল কার্ডের কারণে মালদ্বীপ ম্যাচ মিস করা রাইটব্যাক বিশ্বনাথ ঘোষও থাকছেন এই ম্যাচে। তবে দুই হলুদ কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ভারতের বিপক্ষে গোল করে এক পয়েন্ট এনে দেয়া লেফটব্যাক ইয়াসিন আরাফাত। তার জায়গায় এই ম্যাচে খেলতে পারেন রিয়াদুল হাসান রাফি। রাকিবকে জায়গা দিতে গিয়ে একাদশের বাইরে চলে যেতে পারেন ইব্রাহিম। সেক্ষেত্রে বিপলুর সঙ্গে উইংয়ে খেলবেন রাকিব। সামনে থেকে আক্রমণের নেতৃত্ব দেবেন মতিন মিয়া।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status