খেলা

অল্পতে পার পেলেন জিমি

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর ২০২১, বুধবার, ৯:০০ অপরাহ্ন

ক্লাব কাপ হকির ম্যাচে বিশৃঙ্খলা সৃষ্টি করায় শাস্তি পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গে রয়েছে ৫০ হাজার টাকা জরিমানা। গতকাল সন্ধ্যায় হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির সভায় জিমির শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ঘটনা গত সোমবারের, মওলানা ভাসানী স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান ও পুলিশ স্পোর্টিং ক্লাব। ম্যাচের এক প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন রাসেল মাহমুদ। ধাক্কা মারেন পুলিশ স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক কাঞ্চন মিয়াকে এবং গলা চেপে ধরেন ডিফেন্ডার শাওন তিগ্যাকে। এসময় জিমি শারীরিকভাবে লাঞ্ছিত করেন আম্পায়ার ইমতিয়াজ সানিকে। পুলিশ হকি দলের ম্যানেজার ও পুলিশ কর্মকর্তা রাকিব হোসেন ভূঁইয়ার সঙ্গেও তর্কে লিপ্ত হন। এরপর ম্যাচ শেষ না করেই চলে যায় পুলিশ দল। পুরো ম্যাচ না খেলায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে আগামী ১৪ই অক্টোবর সেমিফাইনালে রাসেল মাহমুদ জিমিকে পাবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুরুতর অপরাধেও লঘুদণ্ড; জিমির এই শাস্তিকে কমই বলছেন হকি ফেডারেশনের সহসভাপতি রশিদ সিকদার। তিনি বলেন, ‘বাইলজ অনুসারে সর্বোচ্চ এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারতো সে। যেহেতু প্রায় তিন বছর মাঠে খেলা হয়নি, সামনে লীগও শুরু হবে- অনেক বিষয় বিবেচনা করে খেলাধুলার বৃহৎ স্বার্থে তাকে সর্বনিম্ন শাস্তিটাই দেয়া হয়েছে। এজন্য এক ম্যাচ নিষিদ্ধ থাকবে সে। পরবর্তী ম্যাচে নামার আগেই জরিমানা আদায় করতে হবে তাকে। মাঠের আম্পায়ারের দেয়া প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ দেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’ ম্যাচটিতে আম্পায়ারদের দায়িত্বহীনতার কথাও বলেন রশিদ সিকদার। তিনি বলেন, ‘আম্পায়ার ঠিকমতো মাঠ নিয়ন্ত্রণ করতে পারেনি। সেদিন জিমিকে লাল কার্ড দেখালে বিষয়টি এতো দূর গড়াতো না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status