বিনোদন

চিরনিদ্রায় শায়িত ড. ইনামুল হক

স্টাফ রিপোর্টার

১৩ অক্টোবর ২০২১, বুধবার, ৮:৫১ অপরাহ্ন

চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হক। গতকাল বাদ জোহর রাজধানীর বনানী গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে এ অভিনেতার মরদেহ গতকাল সকাল ১১টায় শহীদ মিনারে নেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে আসেন ভক্ত, দীর্ঘদীনের সহকর্মী ও বিভিন্ন অঙ্গনের মানুষেরা। এ সময় শহীদ মিনারে উপস্থিত হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ, অভিনেতা আবুল হায়াত, মীর সাব্বির, অভিনেত্রী শাহনাজ খুশী, তানজিকা, নাতাশা হায়াত, মোমেনা চৌধুরী, নাট্যকার বৃন্দাবন দাস, নির্মাতা অরণ্য আনোয়ারসহ অনেকে। শ্রদ্ধা নিবেদনের এই আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শহীদ মিনারে ড. ইনামুল হকের স্ত্রী অভিনেত্রী লাকী ইনাম, দুই জামাতা অভিনেতা লিটু আনাম ও সাজু খাদেম এবং দুই মেয়ে হৃদি হক ও প্রৈতি হক উপস্থিত ছিলেন। শহীদ মিনার থেকে ড. ইনামুল হকের মরদেহ নেয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। সেখানে আরেক দফায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বেইলী রোডে নিজ বাসায় ইনামুল হকের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় তার মরদেহ নেয়া হয় শিল্পকলা একাডেমিতে। সেখানে শিল্পী এবং তার সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে শিল্পকলা একাডেমিতে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, হাসানুল হক ইনু, রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মামুনুর রশিদ, চয়নিকা চৌধুরী, ফেরদৌস, শাহনাজ খুশীসহ শিল্পকলা একাডেমি পরিবারের সদস্যরা। এরপরই তার মরদেহ সেখান থেকে নিয়ে বেইলী রোডের বাসার ফ্রিজিং ভ্যানে রাখা হয়। উল্লেখ্য, সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে মৃত্যুবরণ করেন ড. ইনামুল হক। তেমন অসুস্থতা ছিল না তার। বাসায় চেয়ারে বসা অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অনুরাগী রেখে গেছেন ড. ইনামুল হক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status