অনলাইন

মানিকগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ১২:৪৭ অপরাহ্ন

মানিকগঞ্জের গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে শিবালয় উপজেলার বকচর গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে ডাকাতের হামলায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ডাকাত সদস্যের নাম আতোয়ার রহমান (৩৫)। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর গ্রামের সুলতান হোসেনের ছেলে। আহত অপর ডাকাত সদস্য লিটন শেখকে (৩৫) পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন। লিটনের বাড়ি সদর উপজেলার মিতরা গ্রামে।
স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রামপুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ৫-৬ জনের একদল ডাকাত বকচর গ্রামের অটল চক্রবর্তী বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা অটল চক্রবর্তী এবং তাঁর স্ত্রী শিপ্রা রানি চক্রবর্তী ও মা গীতা রানি চক্রবর্তীকে হাত-পা বেঁধে মারধর শুরু করেন। এরপর ঘরে ভেতরে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করার সময় ডাকচিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে এসে দুই ডাকাত সদস্যকে আটক করেন। বাকি ডাকাতরা পালিয়ে যান। ডাকাতদের হামলায় আহত তিনজনকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মহাদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী মোল্লা বলেন, ঘটনার পর গ্রামবাসী দুই ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেন। এতে আতোয়ার রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ওই গ্রাম থেকে নিহত আতোয়ারের লাশ উদ্ধার করে। এ ছাড়া আটক অপর ডাকাত সদস্য লিটন শেখকে (৩৫) পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন।
এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ডাকাতির ঘটনা নয়, চুরি করতে গিয়েছিলেন তিন চোর। এলাকাবাসী গণপিটুনিতে এক চোর মারা গেছেন। ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status