অনলাইন

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়ায় বেড়েছে যানবাহনের চাপ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

২০২১-১০-১২

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ। মঙ্গলবার সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও ছোটগাড়িসহ সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষা রয়েছে। বিশেষ করে ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে ঘাট এলাকায়। ঘাট এলাকা ও তার আশপাশে প্রায় ৫ শতাধিক ট্রাক আটকে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
বিআইডাব্লউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীবাহী বাসের চাপ কিছুটা কম থাকলেও ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেট কার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকের চাপ অনেক বেশি। ঘাট এলাকা ও তার আশপাশে আটকে রয়েছে প্রায় ৫ শতাধিক ট্রাক। এছাড়া পারাপারের অপেক্ষায় রয়েছে ৩শর ওপরে প্রাইভেট কার ও মাইক্রোবাস। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status