কলকাতা কথকতা

কলকাতা কথকতা

আই সি এম আর এর নয়া সমীক্ষা, ৬০ শতাংশ শিশুই করোনা আক্রান্ত, তৃতীয় ঢেউ এর সম্ভাবনা প্রবল

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ১০:০৬ পূর্বাহ্ন

উৎসবের আবহে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অথবা আই সি এম আরের একটি নতুন সমীক্ষা উদ্বেগ বাড়ালো। এই সমীক্ষা বলছে, ভারতের ৬০ শতাংশ শিশুই কোনও না কোনও সময়ে করোনা আক্রান্ত হয়েছে। এইমস সেন্টার ফর কমিউনিকেশন মেডিসিন এর গবেষক ডাঃ সঞ্জীব রাই অবশ্য জানাচ্ছেন যে শিশুদের মধ্যে মৃত্যুর হার অনেক কম। প্রতি ১০ লাখ শিশুর মধ্যে দুজনের মৃত্যু ঘটেছে করোনায়। তবে, উৎসবের মৌসুমে যে ভাবে মানুষের ঢল নেমেছে তাতে তৃতীয় ঢেউ যে কোনও মুহূর্তে আসতে পারে । এই ঢেউ এলে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে আই সি এম আর জানাচ্ছে। লোকাল সার্কল নামের একটি অনলাইন পোর্টাল সচেতনতা নিয়ে একটা সমীক্ষা করেছিল। তাতে দেখা যাচ্ছে মাত্র ছ শতাংশ মানুষ করোনা সম্পর্কে সচেতন এবং সুরক্ষাবিধি মানছেন। বাকি ৯৪ শতাংশ বেপরোয়া। এদিকে কলকাতায় করোনা সংক্রমণ বেড়েছে। সোমবার আক্রান্ত হয়েছে ৬০৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status