ভারত

পুলিশের জেরায় অসহযোগিতা, প্রমাণ দাখিলে ব্যর্থতা, মন্ত্রীপুত্র গ্রেপ্তার

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১০ অক্টোবর ২০২১, রবিবার, ১০:১৯ পূর্বাহ্ন

প্রথম নোটিশ অস্বীকার। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশ পুলিশ যখন বাড়িতে দ্বিতীয় নোটিশ লটকে দিল তখন আর তা অস্বীকার করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র। শনিবার সকাল ১১ টা নাগাদ দুই আইনজীবী অবধীশ কুমার সিং এবং জিতেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে পুলিশের উচ্চ কর্তাদের মুখোমুখি হয় আশিস। ডি আই জি উপেন্দ্র আগারওয়াল জানিয়েছেন যে বেশ কিছু ভিডিও ক্লিপিং দেখিয়ে দুই আইনজীবী প্রমান করার চেষ্টা করেন যে ঘটনার সময় আশিস সিং ঘটনাস্থলে ছিল না। সে অন্য একটি জনসভায় ছিল। কিন্তু, আশিস জেরায় পরস্পর বিরোধী কথা বলে। বেশ কিছু প্রশ্নের জবাব দিতে সে অস্বীকৃত হয়। সেদিন লখিমপুর খেরিতে একটি জনসভায় অজয় মিশ্রর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু, তার দেরি হওয়ায় কৃষকরা অসন্তোষ প্রকাশ করছিলো। সেই সময় একটি কালো এসইউভি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে ও চার কৃষককে পিষে মারে। এই ঘটনার পরে গণপ্রহারে আরও চারজনের মৃত্যু হয়। কালো এসইউভিতে আশিস সিং চালকের আসনে ছিলেন বলে অভিযোগ। বেশ কিছু প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ার পর শনিবার বিকেল থেকেই আশিসকে গ্রেপ্তার করার প্রস্তুতি নিচ্ছিলো পুলিশ। নিরাপত্তা বাড়ানো হয় বিভিন্ন জায়গার। স্থানীয় বিজেপি অফিস কার্যত ঘিরে ফেলা হয়। এরপর ১২ ঘণ্টা জেরার পর রাত ১১ টায় গ্রেপ্তার করা হয় আশিস সিংকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status