বিশ্বজমিন

বাংলাদেশে চীনা বিনিয়োগ শতকরা ২০০ ভাগ বৃদ্ধি

মানবজমিন ডেস্ক

৪ অক্টোবর ২০২১, সোমবার, ২:২৫ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের মতে, বাংলাদেশে এক বছরে চীনের সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি পেয়েছে বছর থেকে বছর ভিত্তিতে শতকরা প্রায় ২০০ ভাগ। গত সাত মাসে এর পরিমাণ ৪১ কোটি ৮০ লাখ ডলার। তিনি আরো বলেছেন, বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে চীন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জন্য ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টের তৃতীয় বড় বাজার হয়ে উঠেছে চীন। সম্প্রতি ভার্চ্যুয়াল মাধ্যমে চাইনিজ এন্টারপ্রাইজেজ এসোসিয়েশন বাংলাদেশের (সিইএবি) সপ্তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান এবং চায়না-বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ট্রেড কোঅপারেশন ফোরাম ২০২১-এ বক্তব্য রাখছিলেন চীনা রাষ্ট্রদূত। এ খবর দিয়েছে অনলাইন ফ্যাশন টু ফ্যাশন। রাষ্ট্রদূত আরো বলেছেন, কোভিড-১৯ মহামারির মধ্যেও আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বৈশ্বিক প্রবণতা ধরে রেখেছে। এমন এক সঙ্কটময় সময়ে চীন-বাংলাদেশ সহযোগিতার স্বাভাবিক অবস্থা এবং প্রাণশক্তির প্রকাশ ঘটিয়েছে এই প্রবণতা। এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য হয়েছে ১৩০০ কোটি ডলার। বার্ষিক হিসাবে তা শতকরা ৫৮.৯ ভাগ বেশি। একই সময়ে বাংলাদেশে নিবন্ধিত চীনা কন্ট্রাক্টররা ৩১৮ কোটি ডলার আয় করেছেন। যা শতকরা ৫৯.৫ ভাগ বেশি। বাংলাদেশ থেকে চীনে শতকরা ৯৭ ভাগ রপ্তানিতে শূন্য শুল্কহার সুবিধা দেয়া হয়েছে এবং তা কার্যকর হয়েছে। এর পর চীনে বাংলাদেশের চালান দুই অংকে উন্নীত হয়েছে।

লি জিমিং বলেন, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে চীনে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে শতকরা প্রায় ৩৮ ভাগ। এ বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশে এফডিআইয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০০০ কোটি ডলার। এর মধ্যে চীন দিয়েছে প্রায় ১৪০ কোটি ডলার। বেশির ভাগ চীনা বিনিয়োগ এসেছে স্থানীয় বিদ্যুত খাতে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এ বছরের মে পর্যন্ত এই খাত পেয়েছে প্রায় ৪৪ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মতে, ২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল প্রায় ১২০০ কোটি ডলার।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status