অনলাইন

নবাবগঞ্জে ‘নবকলি’ বাস সার্ভিসের উদ্বোধন করলেন সালমান এফ রহমান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২০২১-১০-০২

ঢাকা-নবাবগঞ্জে ‘নবকলি’ বাস সার্ভিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সদস্য বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর রহমান এমপি। শুক্রবার বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঢাকা- নবাবগঞ্জ-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের এই সার্ভিসটি উদ্বোধন করেন তিনি। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আধুনিক ও উন্নত পরিবহন সেবা। তার অংশ হিসেবে তিনি এই সেবাটি উদ্বোধন করেন। বাস সার্ভিসটি উদ্বোধন করে এই অঞ্চলের মানুষের যাতায়াতের নবদিগন্তের সূচনা করেন। এই সময় উপস্থিত ছিলেন এই সার্ভিসের চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ঝিলু , দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মরিয়ম মোস্তফা শিমু প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status