ভারত

দল ছাড়ছেন আমরিন্দর, সিবাল এর বাড়িতে পচা টমেটো, সংকটে রাহুল-প্রিয়াঙ্কা

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১ অক্টোবর ২০২১, শুক্রবার, ৯:৩০ পূর্বাহ্ন

কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করার পাশাপাশি পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন আমরিন্দর সিং জানিয়ে দিলেন, তিনি বিজেপিতে যাচ্ছেন না। নতুন দল গড়ে পাঞ্জাবে নয়া জমানার সূত্রপাত করবেন। এর আগে একবার আমরিন্দর দল ছেড়েছিলেন সেটা অপারেশন ব্লু স্টার এর সময়। পরে কংগ্রেসে ফিরে আসেন। দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বের সমালোচনা করে আমরিন্দর বলেন, রাহুল তরুণদের নিয়ে চলতে চান, কিন্তু এরদ্বারা তিনি দলের প্রবীণদের অসম্মান করেন। অভিজ্ঞতার মূল্য দেননা। আমরিন্দরের এই সমালোচনার মাঝখানেই একদল কংগ্রেস সমর্থক চড়াও হয় দলের সিনিয়র নেতা কপিল সিবালের বাড়িতে। পাঞ্জাব নিয়ে নেতৃত্বের দিশাহীনতা সম্পর্কিত মন্তব্যের জন্য আক্রান্ত হয় সিবালের বাড়ি। সোনিয়া গান্ধীর নামে জয়ধ্বনি দিয়ে ভাঙচুর করা হয় সিবালের গাড়ি। পচা টমেটো ছোঁড়া হয় বাড়ি লক্ষ্য করে। সিবালের বাড়ি আক্রান্ত হওয়ার ঘটনায় কংগ্রেসের প্রবীণ নেতা, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, অসহায় বোধ করছি। সিনিয়র নেতৃত্বের এই অসম্মান মানা যায়না। ক্ষোভ প্রকাশ করেন গুলাম নবি আজাদ, অজয় মাকেন, মনীষ তেওয়ারির মত নেতারাও। নাবজ্যোৎ সিং সিধু পাঞ্জাব এর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করায় রাহুল-প্রিয়াঙ্কা একটু চাপে আছেন। কিন্তু, আমরিন্দারের সিদ্ধান্ত, সিবাল এর বাড়ি আক্রান্ত হওয়ার ঘটনা তাদের সংকটে ফেলল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status