বিনোদন

‘পুনর্জন্ম-২’র মুক্তি আজ

স্টাফ রিপোর্টার

২০২১-১০-০১

গত ঈদে আলোচনায় এসেছিল ভিকি জাহেদের পরিচালনায় আফরান নিশো- মেহজাবীন চৌধুরী অভিনীত থ্রিলারধর্মী নাটক ‘পুনর্জন্ম’। চ্যানেল আইয়ে প্রচারের পর থেকেই প্রশংসায় ভেসেছে এটি। এ নাটকটি ইউটিউবেও সাড়া ফেলে। এবার নির্মাণ করা হলো এর সিক্যুয়েল। নাম ‘পুনর্জন্ম-২’। আগেরটির মতোই এর রচনা ও পরিচালনায় আছেন ভিকি জাহেদ। নির্মাতা এবারের পর্বটিকে বলছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পরিচালক জানান, এর প্রথম কিস্তি দেখানো হয়েছিল বেসরকারি টিভি চ্যানেল আইয়ে। প্রতিষ্ঠানটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১লা অক্টোবর রাত ৮টায় একই চ্যানেলে মুক্তি পাবে ‘পুনর্জন্ম-২’। এতে নিশো ও মেহজাবীন ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন শাহেদ আলী। এরমধ্যে প্রকাশ করা হয়েছে লোমহর্ষক ট্রেলার ও একটি পোস্টার। এর কেন্দ্রীয় চরিত্র রহস্যময় শেফ রাফসানের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। মূলত তিনি একটি ফাইভ স্টার হোটেলের শেফ। তার অন্যরূপও আছে, যা এবারের কিস্তিতে ফুটে উঠবে। কাজটি প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখা যাবে শতকরা ৯৫ ভাগ সময়ই কোনো কাজের সিক্যুয়েল প্রথম পর্বের চেয়ে ভালো হয় না। উল্টো বেশির ভাগ সময়ই মুখ থুবড়ে পড়ে! এজন্য পুনর্জন্মের সিক্যুয়েল করার সময় নিজের সঙ্গেই নিজে একটা চ্যালেঞ্জ সেট করেছিলাম। যেভাবেই হোক প্রথম পর্বের থেকে বেটার অথবা সমমানের করতে হবে। বাকিটা দর্শক বলবেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status