ভারত

তরুণ ডাক্তারদের নিয়ে ফুটবল খেলবেন না, সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০২১-০৯-২৮

ভারতে তরুণ ডাক্তারদের নিয়ে ফুটবল খেলা হচ্ছে, দয়া করে এটি বন্ধ করুন। নয়তো আমরাই কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবো- ভারতের সুপ্রিম কোর্ট একথা সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের পরীক্ষা নিয়ামক সংস্থা গুলিকে। যেভাবে নীট - সুপার স্পেশালিটি পরীক্ষার ঘোষণা করার পর সিলেবাস বদল ও প্রশ্নের পাটার্ন বদলানো হচ্ছে তাতে ক্ষুব্ধ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বিচারপতি চন্দ্রচূড় ও নাগরত্নম একচল্লিশজন জুনিয়র ডাক্তারের আবেদন শুনছিলেন। জুলাইয়ে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে আগস্টের শেষদিকে সিলেবাস ও প্রশ্নের ধরণ পরিবর্তন করে নভেম্বরে পরীক্ষা গ্রহণের বিষয়টিকে চূড়ান্ত অমানবিক বর্ণনা করে সুপ্রিম কোর্ট তরুণ ডাক্তারদের নিয়ে আমলাদের ফুটবল খেলা বন্ধ করতে বলেছে। ষাট শতাংশ প্রশ্ন স্পেশালিটি বিষয়ে এবং চল্লিশ শতাংশ প্রশ্ন ফিডার বিভাগে নেওয়ার বদলে একশো শতাংশ প্রশ্ন জেনারেল মেডিসিন বিভাগে রাখার বিষয়টিকে তুঘলকি বলেছে সুপ্রিম কোর্ট।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status