অনলাইন

সেই পাঠাও চালককে মোটরসাইকেল উপহার দেবেন চট্টগ্রামের ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:৩৭ পূর্বাহ্ন

নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে দেশব্যাপী আলোচনায় আসা রাইড শেয়ারিং অ্যাপস পাঠাও চালক শওকত আলম সোহেলকে মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন নামে চট্টগ্রামের এক ব্যবসায়ী। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি চট্টগ্রাম থেকে পরিচালিত ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’ নামে সেবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত অসহায় মানুষকে সুদছাড়া ঋণপ্রদানসহ বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, যতটুকু জেনেছি লোকটা করোনায় পুঁজি হারিয়ে চরমভাবে হতাশাগ্রস্ত। তাই মানসিক অস্থিরতা থেকে এমন ঘটনা ঘটিয়েছেন। তাই আমরা উনাকে একটি মোটরসাইকেল উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেটি উনার কষ্ট লাঘবে সহযোগিতা করবে।
তিনি বলেন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের অন্যতম কর্মসূচি কর্জে হাসানা প্রজেক্ট থেকে ইতোমধ্যে অনেককেই সাইকেল, ভ্যান ইত্যাদি দেয়া হয়েছে। এই কর্জে হাসানা প্রজেক্টে উপযুক্ত প্রার্থীকে দেয়ার জন্য একটা মোটরসাইকেল নেয়া হয়েছিল। ক্ষোভে দুঃখে মোটরসাইকেল পোড়ানোর খবর জানতে পেরে ওই মোটরসাইকেলটি সংশ্লিষ্ট ব্যক্তিকে উপহার হিসেবে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। উনি পাবেন উপহার। কর্জে হাসানা প্রজেক্টের কর্জটা আমি নিজেই শোধ করবো।
এই মোটরসাইকেল কখন দেয়া হবে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, এটি আমার অফিসে আছে। ওনি যখন চাইবেন, তখনি সেটি বুঝিয়ে দেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status