বাংলারজমিন

‘জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে’

ফেনী প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:০০ অপরাহ্ন

ফেনীতে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা বলেছেন, তথ্য পাওয়া মানুষের অধিকার-সরকারের উচিত তা নিশ্চিত করা। রাষ্ট্রের কাছে কথা বলার অধিকার চায় মানুষ। আইনে তথ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার বিধান, আইনের পরিপন্থি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ এর ধারাসহ বাকস্বাধীনতার পরিপন্থি অন্যান্য ধারা বাতিল, তথ্য পাওয়ার ক্ষেত্রে আলাদা ডেস্ক তৈরি ও অনলাইন ব্যবস্থা চালু করার দাবি জানান বক্তারা। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গতকাল ফেনী শহরের একটি রেস্ট্ররেন্টে গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রফিক রহমান ভূঞা, সরকারি জিয়া মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ, সদর উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মনির, প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দৈনিক প্রথম আলো’র প্রতিনিধি আবু তাহের। সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি এডভোকেট লক্ষণ বণিকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক সৈয়দ নাসির উদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status