বাংলারজমিন

‘সাদাপাথরে ৫ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হচ্ছে’

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:০০ অপরাহ্ন

 সিলেট জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা বলেছেন, সিলেটের পর্যটন উন্নয়নে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে পর্যটনকেন্দ্র সাদাপাথরে ৫ কোটি টাকার কাজ শুরু হচ্ছে। জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন পর্যটনকেন্দ্রে নৌকাঘাট সহ নানা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। তিনি সোমবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পর্যটন বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাব ও সিলেট পর্যটন শিল্প সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সিলেট ট্যুরিজম ক্লাব ও সিলেট পর্যটন শিল্প সমিতি লিমিটেডের সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ড সিলেটের পরিচালক জুলিয়া জেসমিন মিলি, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পরিদর্শক আখতার হোসেন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান। আরও বক্তব্য রাখেন সিলেট ট্যুরিজম ক্লাবের সহ-সভাপতি দেলওয়ার হোসেন রানা, আব্দুল হান্নান জুয়েল, সহ- সাধারণ সম্পাদক তুহিন আহমদ চৌধুরী, রোটারিয়ান মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, ক্রীড়া সম্পাদক আব্দুল বারি সুজন। সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি ছালিকুর রহমান, সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম জনি, ইয়াং স্টার ক্লাবের সভাপতি সাংবাদিক মতিউর রহমান, ২৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বিছানাকান্দি ট্যুরিজম ক্লাবের সভাপতি কয়েছ আহমদ, রাতারগুল ফটোগ্রাফার সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status