খেলা

পরিবর্তন আসছে পাকিস্তানের বিশ্বকাপ দলে

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ৩:৩৪ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম সন্তুষ্ট নন বলে পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি। দল নির্বাচনে বাবরের মতামত উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও বিশ্বকাপ স্কোয়াড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শহীদ আফ্রিদিরও পছন্দ নয় পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড। সাবেক পাকিস্তান অধিনায়ক দাবি করেছেন, বদল আসতে পারে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে।

পাকিস্তান মিডিয়ায় খবর, আসিফ আলি, খুশদিল শাহ, আজম খান ও শোয়েব মাকসুদ রয়েছেন। এই চার ক্রিকেটারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখায় বাবর আজম ক্ষোভ প্রকাশ করেছেন। এবারের বিশ্বকাপে পাকিস্তান অধিনায়কের চাওয়া ছিল শারজিল খান, ফখর জামান, ফাহিম আশরাফ ও উসমান কাদিরকে। কিন্তু এই চার ক্রিকেটারের কাউকেই রাখা হয়নি এবারের স্কোয়াডে।

ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘বিশ্বকাপ দল দেখে আমি অবাক। স্কোয়াডে ২-৩ জন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি একদমই বুঝতে পারছি না আমি। আমি এটাও বুঝতে পারছি না, কীভাবে কয়েকজন খেলোয়াড়কে বাইরে রাখা হলো।’

দলে পরিবর্তন আসার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি কিছু তথ্য পেয়েছি। আসন্ন বিশ্বকাপের জন্য আরেকটি দল ঘোষণা করবে পিসিবি। যেখানে কিছু পরিবর্তন থাকবে।’

পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম দিয়েছেন বিশ্বকাপ দলে পরিবর্তনের ইঙ্গিত। চরতি সপ্তাহের শুরুতে মোহাম্মদ ওয়াসিম বলেছেন, দলে পরিবর্তন আনায় কথা মাথায় আছে তাদের, ‘বিশেষ পরিস্থিতিতে এবং বিশেষ ক্ষেত্রে, দরকার হলে দলে পরিবর্তন আনব।’

চলতি মাসের ১০ তারিখ ছিলো বিশ্বকাপের দল ঘোষণা শেষ দিন। তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় ১০ই অক্টোবর পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে যেকোনো দল।

বিশ্বকাপের আগে পাকিস্তানের কোচিং পদে রদবদল পছন্দ হয়নি আফ্রিদির। দল ঘোষণার দিনই পদত্যাগ করেন প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন ম্যাথু হেইডেন ও ভারনন ফিল্যান্ডার। আফ্রিদি বলেন, ‘এই স্বল্প সময়ে ম্যাথু হেইডেন ও ভারনন ফিল্যান্ডার খুব বেশি প্রভাব ফেলতে পারবেন বলে আমার মনে হয় না। তারা (মিসবাহ ও ওয়াকার) যদি স্বেচ্ছায় পদত্যাগ করে, তাহলে তারা পাকিস্তান ক্রিকেটকে গুরুতরভাবে আঘাত করেছে। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status