দেশ বিদেশ

উৎসবমুখর পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হলো রুচি নিবেদিত ‘নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ১:৪৬ অপরাহ্ন

পাবনায় অনুষ্ঠিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় এবারও স্কয়ার-এর ব্র্যান্ড ‘রুচি’-র নিবেদনে উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে ২৫ সেপ্টেম্বর ২০২১ বিকেল ৩টায় গোড়রী চিকনাই নদী, আটঘরিয়া, পাবনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, মাননীয় সংসদ সদস্য, পাবনা-৪। উদ্বোধক হিসেবে ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা জনাব অঞ্জন চৌধুরী পিন্টু। সভাপতি হিসেবে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র জনাব মোঃ শহিদুল ইসলাম রতন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাবনার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশ নেয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর হাদল নিউ একতা এক্সপ্রেস - হাদল বিজয়ী হিসেবে ১ম পুরস্কার, আত্রাই এক্সপ্রেস - জুমায়খিরি ২য় পুরস্কার, এবং বাংলার দুলদুল পাবাখালি ৩য় পুরস্কার, এছাড়া অংশগ্রহণকারী বাকি নৌকাগুলোকে সৌজন্য পুরস্কার হিসেবে টেলিভিশন দেয়া হয়। পুরস্কার বিতরণের প্রাক্কালে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিশেষ অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন। আমাদের প্রতিদিনের যাপনে ও কর্মে যাতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা হয় সে বিষয়েও তারা বিশেষ গুরুত্ব দেন।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর ২০২১, ১৮টি নৌকা বাইচ দল নিয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়েছিলো। দলগুলোর ভেতর ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলে। এরপর ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, ‘রুচি’ ব্র্যান্ডের নিবেদনে গোড়রী, আটঘরিয়া, পাবনার নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১ আয়োজক কমিটির উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞপ্তি
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status