অনলাইন

আসামে মুসলিম নিধন বন্ধের দাবি হেফাজতের

স্টাফ রিপোর্টার

২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ১০:১৮ পূর্বাহ্ন

সম্প্রতি ভারতের আসাম রাজ্যের দরং জেলায় হাজার হাজার বাঙালি মুসলমানকে একটি শিবমন্দির নির্মাণের অজুহাতে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। স্থানীয় আশ্রয়চ্যুত ও ন্যায্য অধিকার বঞ্চিত মুসলমানদের যৌক্তিক বিক্ষোভে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। এ মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা হফেজ নুরুল ইসলাম।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আসামের দরং জেলার মুসলমানদের কাছে সব ধরনের সরকারি নথি-পত্র, দলীল-প্রমাণ ও পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভারতের কট্টরপন্থি হিন্দুত্ববাদী দল বিজেপি সমর্থিত আসামের প্রাদেশিক সরকার শুধুমাত্র মন্দিরের পরিধি বাড়ানোর অজুহাতে বিগত কিছু দিন ধরে সেখানে দফায় দফায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় আটশত মুসলমান পরিবারকে ঘরবাড়ি ছাড়া করেছে। স্থানীয় মুসলিমরা এর প্রতিবাদে বিক্ষোভ করলে পুলিশ গুলি করে দুই জন মুসলমানকে নিহত এবং আরো অনেককে আহত করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন উগ্র হিন্দুকে একজন মুসলমানের লাশের উপর তা-ব চালাতে দেখা গেছে।

তারা বলেন, ভারতের মত একটি সেক্যুলার ও গণতান্ত্রিক দেশে বিশেষ একটি জনগোষ্ঠীর উপর এরূপ অমানবিক আচরণ ও দমন-পীড়ন নীতি অপ্রত্যাশিত। ভারতের স্বাধীনতা সহ সকল বিষয়ে মুসলিমদের ঐতিহ্য ও অবদানের ইতিহাস কারো অজানা নয়। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল নেতা, কর্মী, সদস্য ও সমর্থকসহ সর্বস্তরের মুসলিম জনতার পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে আসামের মুসলমানদের উপর দমন পীড়ন বন্ধ করুন এবং আশ্রয়চ্যুত মুসলমানদের ভিটে-বাড়ি ফিরিয়ে দিন। আর এই জঘন্য ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

আল্লামা বাবুনগরী ও আল্লামা নুরুল ইসলাম বিবৃতিতে আরও বলেন, ভারত নিজেকে যতই সেক্যুলার এবং বৃহৎ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রকাশ করুক না কেন! পত্র-পত্রিকায় প্রকাশিত খবরাখবর এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ অনুযায়ী দেখা যায়, সেখানে মুসলমানদের উপরই সবচেয়ে বেশি দমন-পীড়ন চালানো হয়ে থাকে। অতএব মুসলমানদের উপর এরূপ আঘাত চলতে থাকলে বিশ্ব শান্তির বেলায় খুব নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি। ভারত সরকারকে এসব শ্রেণী বৈষম্য ও বিভাজন সৃষ্টিকারী লোকদের সকল ষড়যন্ত্র বন্ধ করার প্রতি কড়া নজর রাখতে হবে। ভারতীয় মুসলমানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এবং তারা যেন সম্পূর্ণ নিরাপত্তার সহিত নির্ভয়ে বসবাস করতে পারে, এর আশু ব্যবস্থা করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status