অনলাইন

আওয়ামী লীগের সঙ্গে ‘পার্টি টু পার্টি’ সম্পর্ক ঘনিষ্ট করতে আগ্রহী চীনের কমিউনিস্ট পার্টি

কূটনৈতিক রিপোর্টার

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৯:৪৫ অপরাহ্ন

আওয়ামী লীগের সঙ্গে ‘পার্টি টু পার্টি’ সম্পর্ক ঘনিষ্ট করার আগ্রহ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পাঠানো এক চিঠিতে এই আগ্রহের কথা জানানো হয়। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও’র স্বাক্ষরিত ওই শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়। শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, চীন ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশিদার। দুই দলের বৈশিষ্ট্যগত পার্থক্য ধরে রেখেই আওয়ামীলীগের সঙ্গে ঘনিষ্টতা বৃদ্ধির আগ্রহের কথা বলা হয় চিঠিতে। এতে বেল্ট এন্ড রোড প্রকল্প বাস্তবায়নে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্মানবোধ এবং শিক্ষা গ্রহণের উপরে জোর দেয়া হয়। চীন ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে দুই দলের ইতিবাচক অবদান রাখার কথা বলা হয় ওই চিঠিতে।

এছাড়া কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ হাসিনার ভিডিওবার্তার ভূয়সী প্রশংসা করা হয়। সিপিসির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা ও আওয়ামী লীগের প্রতিনিধি পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন নেওয়ার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা জোরদারে আশা প্রকাশ করা হয়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status