এক্সক্লুসিভ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৫৭ মণ্ডপে হবে শারদীয় দুর্গা পূজা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ৯:১২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবার ৫৫৭টি’র বেশি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। জেলার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ১৪৪টি পূজা মণ্ডপ হচ্ছে নাসিরনগর উপজেলায়। আর নবীনগরে হবে ১১৯টি পূজা মণ্ডপ। গতকাল জেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গাপূজা-২০২১ এর প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। এছাড়া করোনা পরিস্থিতিতে পূজা উদযাপনে নানা নির্দেশনা দেয়া হয় সভায়। দর্শনার্থী, ভক্ত ও পুরোহিতসহ সবাইকে মাস্ক পরিধান করা ছাড়াও প্রত্যেক মণ্ডপে থার্মাল স্ক্যানার, স্যানিটাইজার রাখতে বলা হয়। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সোমেশ রঞ্জন রায়, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এ প্রস্তুতি সভা হয়। এ সময় সবক’টি উপজেলার নির্বাহী অফিসার, পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। এছাড়াও বিকালে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের উদ্যোগে আরেকটি সভা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলায় এবার পূজায় নিরাপত্তাদানে পুলিশের বিভিন্ন ইউনিটের প্রায় ৬শ’ সদস্য দায়িত্ব পালন করবে। মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status