বাংলারজমিন

মৌলভীবাজার শহরকে যানজট মুক্ত রাখতে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ৯:০৫ অপরাহ্ন

 মৌলভীবাজার শহরকে যানজট মুক্ত রাখতে মতবিনিময় সভা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শহরের যানজট নিরসনের লক্ষ্যে নানা উদ্যোগ নেয়া হয়। সভায় সিদ্ধান্ত হয় বিআরটি’র যাবতীয় ট্যাক্স পরিশোধ সাপেক্ষে ও পৌরসভার অনুমোদন নিয়ে ড্রাইভিং লাইসেন্সধারীদের বৈধ গ্যাসচালিত টমটম পালাকরে পৌর শহরে চলবে। জেলায় ২৪ হাজার গ্যাসচালিত অটোরিকশা (সিএনজি)র অনুমোদন দেয়া হয়েছে। এর বাইরে নতুন করে বিআরটি থেকে কোনো অনুমোদন না দেয়ার কড়া নির্দেশনা দেয়া হয়। চাঁদনীঘাট ও শেরপুরে সিএনজি স্ট্যান্ড ও শ্রীমঙ্গল রোডে ট্রাক টার্মিনাল স্থাপন। জেব্রাক্রস, ট্রাফিক চত্বর নির্মাণ। শহরের ভেতর রাস্তার দু’পাশে থাকা অবৈধ গাড়ি স্ট্যান্ড অন্যত্র অপসারণ। রাস্তার ওপর যত্রতত্র ফেলে রাখা নির্মাণসামগ্রী না রাখতে প্রদক্ষেপ গ্রহণ। শহরের ফুটপাথে কোনো দোকানপাট বসতে না দেয়া। রাস্তার ওপর ভ্রাম্যমাণ দোকান বসতে না দেয়া। শহরের ভেতর ব্যাটারিচালিত টমটম, রিকশা ও অটোরিকশা (সিএনজি) চলতে না দেয়া। জেলা প্রশাসন ও জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় সভাপত্বিত করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সভাপতি ডা. ছাদিক আহমদ, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম আনসার প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status