বাংলারজমিন

ঘাটাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১:২০ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রসুলপুর ইউনিয়নের গর্জনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ছফুরা বেগম (৪২)। সে গর্জনাপাড়া গ্রামের প্রবাস ফেরত লতিফ মিয়ার (৪৬) স্ত্রী। এ ঘটনায় রাতেই ছফুরার ভাই বাদী হয়ে নিহতের স্বামী লতিফ মিয়াকে একমাত্র আসামী করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন।
নিহতের ছেলে মাদ্রাসা ছাত্র সাব্বির হোসেন বলেন, দুপুর একটার দিকে মাদরাসা থেকে বাড়িতে ফিরে ঘরে ঢুকতেই নাকে বিষের গন্ধ পাই। পরে একপাশের বিছানায় গলায় গামছা পেঁচানো এবং মুখ স্কচটেপ দিয়ে লাগানো মায়ের নিথর দেহ খাটের উপরে পরে থাকতে দেখি। পাশের বিছানাতেই উলঙ্গ অচেতন অবস্থায় পড়ে ছিলো আমার বাবা।
পরে আমার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেয়। বাবাকে ঘাটাইল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
খবর পেয়ে ঘাটাইল থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্ত্রীকে হত্যার পরে স্বামী আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।
নিহতের মামা আব্দুস ছামাদ বলেন, ভাসুর রশিদ মিয়া এবং ননদের স্বামী দুলালের সাথে নিহত ছফুরার পরকীয়ার সম্পর্ক আছে বলে তার স্বামী সন্দেহ করতো। এনিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। শেষপর্যন্ত মেয়েটাকে ওরা মেরেই ফেললো।
নিহত ছফুরার মামাতো ভাই প্রতিবেশী নুরু মিয়া বলেন, সকাল সাড়ে দশটার দিকে ছফুরা আমাদের বাড়িতে আসে। সে সময় তার স্বামী তাকে পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহ করে প্রায়ই ঝগড়া করে বলে জানান ছফুরা। আজ সকালে ঘুম থেকে উঠেই ঝগড়া শুরু করেছে। অকথ্য ভাষায় গালাগাল করছে। সে সময় ছফুরার মামাত ভাই বলেন, আমি দুলাভাইকে বুঝিয়ে বলবো। পরে ছফুরা এগারোটা নাগাদ তার নিজ বাড়ি চলে আসে। এর কিছুক্ষণ পরেই এই খবর শুনতে পাই।
এদিকে ঘটনার পরপরই অতিরিক্তি পুলিশ কমিশনার (সার্কেল এএসপি-গোপালপুর) মোঃ সোহেল রানা, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার পিপিএম, সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম, ধলাপাড়া পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক এসআই সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে এটা একটি পরিষ্কার হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এবিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status