দেশ বিদেশ

মেঘনা পেট্রোলিয়ামের সঙ্গে ডেল্টা এলপিজির চুক্তি

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১২:২৯ অপরাহ্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে টিকে গ্রুপ ও সীকম গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ডেল্টা এলপিজি লিমিটেড। চুক্তি অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়ামের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) অটোগ্যাস স্টেশন স্থাপন ও এলপিজি বিক্রি করতে পারবে।
এর বিপরীতে মেঘনা পেট্রোলিয়াম লিটার প্রতি ৫০ পয়সা এবং বিপিসি ৫০ পয়সা রয়্যালটি পাবে। আগ্রাবাদে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল্লাহ আল খালেদ ও ডেল্টা এলপিজির নির্বাহী পরিচালক সাব্বির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জিএম (মার্কেটিং) মো. জসিমউদ্দিন, জিএম (অপারেশন) শেখ আবদুল মতলেব, ডিজিএম (সেলস) একেএম আকতার কামাল চৌধুরী, কোম্পানি সেক্রেটারি রেজা মো. রিয়াজউদ্দিন, জিএম (এইচআর) মো. আকতার হোসেন, ডেল্টা এলপিজির জিএম এসএম নাসিরউদ্দিন আল মামুন, ইঞ্জিনিয়ার হাফিজউদ্দিন এবং বিপিসির ডেপুটি ম্যানেজার মো. আল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status