বাংলারজমিন

বিশ্ব নদী দিবস উপলক্ষে হবিগঞ্জে নদী পরিভ্রমণ

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৮:৫০ অপরাহ্ন

আজ ২৬ মার্চ রবিবার  বিশ্ব নদী দিবস। এবারের প্রতিপাদ্য ‘মানুষের জন্য নদী’। নদী দিবস উপলক্ষে গতকাল খোয়াই নদীতে নদী পরিভ্রমণের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সমন্বয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট হাবিবুর রহমান, অ্যাডভোকেট বিজন বিহারী দাস, বিশিষ্ট চিকিৎসক ও পরিবেশকর্মী ডা. এসএস আল-আমীন সুমন,  আফরোজা ছিদ্দিকা প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বহু বছর ধরেই খোয়াই নদীর নাব্যতার ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি। খনন না হওয়ায় নদীর তলদেশে পলি ও বালি জমে  স্থানে স্থানে চড় পড়েছে। এছাড়া অপরিকল্পিত-অনিয়ন্ত্রিত বালু, মাটি উত্তোলনের কারণে নদী সংকটাপন্ন অবস্থায় আছে। এতে নদীর বিভিন্ন স্থানের বাধ ঝুঁকিপূর্ণ  হয়ে পড়েছে। অবৈধ  মাটি-বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং নদীর তীরের বর্জ্য অপসারণ ও নিক্ষেপ বন্ধ করতে হবে।
বাপা সেক্রেটারি ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, বাংলাদেশের নদীগুলো আজ চরম বিপর্যয়ের শিকার। নদী নিয়ে ব্যবসা করা, নদী দখল ও ভরাট করে আর্থিক ফায়দা লোটা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status