দেশ বিদেশ

নদী রক্ষায় পৃথক মন্ত্রণালয় চায় কমিশন

স্টাফ রিপোর্টার

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৮:২৭ অপরাহ্ন

দেশের নদী ও নদীর পরিবেশ রক্ষায় নদী বিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ এস এম আলী কবীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব নদী দিবস উদ্‌যাপন-২০২১ ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। কমিশনের চেয়ারম্যান বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয় হতে পারলে নদী ও জলাশয় মন্ত্রণালয় কেন নয়?  নদী বিষয়ক মন্ত্রণালয়ও হওয়া উচিত। এতে নদীর পরিবেশ রক্ষা হবে। তিনি বলেন, নদী কমিশনকে শক্তিশালী করতে জনবল কাঠামো বাড়ানো দরকার। আইনগত কাঠামো বাড়ানো প্রয়োজন। নদী কমিশনকে সাংবিধানিক সংস্থায় পরিণত করা প্রয়োজন। তিনি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে দূষিত শহর ঢাকা। ঢাকায় বসবাস করা এখন আল্লাহতায়ালার কুদরত। আল্লাহ না করুক ঢাকার চারপাশের নদী যদি দূষণমুক্ত না করতে পারি, আর যদি নদীগুলো মরে যায় এবং ঢাকার অদূরে বনটিও যদি মরে যায়, তখন ঢাকার প্রতিটি ঘরে ও পরিবারে একটি রোগ ঢুকে পড়বে। সেই রোগের চিকিৎসা নেই বললেই চলে। সেটা হচ্ছে ক্যান্সার। পুরনো রোগ কিন্তু মারাত্মক ভয়ঙ্কর একটি ক্যান্সার। এটা সবচেয়ে খারাপ ধরনের ক্যান্সার। এজন্য আমাদেরকে ঢাকার চারপাশের নদী ও ঢাকার অদূরের বনটি রক্ষা করতে হবে। আলোচনা সভায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি মো. আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট মো. আনোয়ার হোসেন, কমিশনের সদস্য কামরুন নাহার আহমেদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status