দেশ বিদেশ

কুমিল্লায় চাকরির প্রলোভনে ধর্ষণ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৮:২৬ অপরাহ্ন

ভালো বেতনে চাকরির কথা বলে কুমিল্লায় এক নারীকে প্রায় ২ মাস একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় র‌্যাবের নিকট অভিযোগের পর কাউছার আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় গত শুক্রবার দিবাগত গভীর রাতে র‌্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার কউছার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মোল্লাবাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়।
র‌্যাব জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের কাউছার আহমেদ (৪১)এর সঙ্গে একটি মোবাইল কোম্পানিতে চাকরিরত এক নারীর কুমিল্লা সেনা মার্কেট এলাকায় পরিচয় হয়। কাউছার আহমেদ ওই নারীর নিকট নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এবং বর্তমানে ফিলিপস্‌ ইলেক্ট্রনিক্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার বলে পরিচয় দেন। এ পরিচয়ের সূত্র ধরে তিনি ওই নারীকে ফিলিপস্‌ কোম্পানিতে মোটা অঙ্কের বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখান এবং একপর্যায়ে পিএস হিসেবে নিয়োগ দেন। কিন্তু কাজে যোগদান না করিয়ে চলতি বছরের গত ১৮ই জুন হতে ৮ই আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করেন। কুমিল্লায় ফিলিপস্‌ কোম্পানির কোনো অফিস না থাকায় ধর্ষক কাউছার ভিকটিমকে নিয়ে জেলার বিভিন্ন স্থানে কোম্পানির অফিসের জন্য জায়গা খোঁজ করতে থাকেন এবং তখন থেকেই কুমিল্লার বিভিন্ন স্থানে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করেন। পরবর্তীতে তার (কাউছার) ধারণ করা ধর্ষণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়েও তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় নিরুপায় হয়ে ওই নারী গত শুক্রবার র‌্যাব-কুমিল্লা কার্যালয়ে অভিযোগ দাখিল করেন।
র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ভিকটিমের অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুক্রবার দিবাগত গভীর রাতে আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক কাউছার আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status