দেশ বিদেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে ২০২৬ সালে: কাদের

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৮:২৬ অপরাহ্ন

গতকাল বেলা ১১টায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের স্ট্যাটিক লোড টেস্টের পাইলট পাইল বোরিং কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে ২০২৬ সালের জুন মাসে।
এ সময় মন্ত্রী আরও বলেন, শতভাগ সচ্ছতার সঙ্গে এ প্রকল্পের নির্মাণকাজ শেষ করা হবে। এখানে নয়ছয় করার সুযোগ নেই। ফান্ডের বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা-ইপিজেড পর্যন্ত ৪ লেন বিশিষ্ট ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ২৪ কিলোমিটার। এর সঙ্গে র?্যাম্প হবে ১০ দশমিক ৮৪ কিলোমিটার। প্রকল্পের আওতায় নবীনগরে ফ্লাইওভার ১ দশমিক ৯১৫ কিলোমিটার। এ ছাড়া ৪ লেনের ২ দশমিক ৭২ কিলোমিটার সেতু ও ১৮ কিলোমিটার ড্রেন থাকবে। চীন সরকারের সঙ্গে (জি টু জি) চুক্তির আওতাধীন এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০১ দশমিক ৩২ কোটি টাকা।

 যার মধ্যে বাংলাদেশ সরকার বহন করবে ৫ হাজার ৯৫১ দশমিক ৪২ কোটি টাকা। সাহায্য হিসেবে পাওয়া যাবে ১০ হাজার ৯৪৯ দশমিক ৯১ কোটি টাকা। এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক), চায়না এ প্রকল্পের আর্থিক সহায়তা দিবে। প্রকল্পের কাজ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)। লোন চুক্তি সম্পন্ন হবে আগামী ২ সপ্তাহের মধ্যে। আজ থেকেই এ প্রকল্পের নির্মাণকাজ শুরু হলো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status