দেশ বিদেশ

‘চট্টগ্রামের পরীর পাহাড় নিয়ে টানাহ্যাঁচড়ার কিছু নেই’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৮:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম সফররত প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, চট্টগ্রামের পরীর পাহাড় নিয়ে টানাহ্যাঁচড়ার কিছু নেই। এখানে কারো জেদাজেদির বিষয়ও নেই। চট্টগ্রামবাসীর জন্য যেটি উপকার হয়, সরকার এখানে সেটিই করবে। গতকাল সকালে সফরের শেষদিনে কোর্ট হিল পরিদর্শন করতে গিয়ে চট্টগ্রামে কর্মরত বিসিএস প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. কায়কাউস বলেন, ‘আমি বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়ে এসেছি। পরিদর্শনের বিষয়টি বলতে আমার তো এখানে স্মৃতি আছে। আমি কোনো বিরোধ নিরসনের জন্য আসিনি। বিরোধ নিরসন করবেন এখানকার নেতৃবৃন্দ, জেলা প্রশাসন বা সরকার। সরকার যদি আমাকে দায়িত্ব দেয়, তখন আমি আসবো। সরকার আমাকে পরীর পাহাড় বিরোধ নিরসনের কোনো দায়িত্ব দেয়নি।’ তিনি বলেন, কোর্ট হিল নিয়ে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। আমাকে এ বিষয়ে কোনো দায়িত্ব দেয়া হয়নি। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। সবার মঙ্গলের জন্য যা করার প্রয়োজন তাই করা হবে। কোর্ট হিলে অবৈধ স্থাপনা বিষয়ে জানতে চাইলে মুখ্যসচিব বলেন, আইনজীবীরা মঙ্গলগ্রহ থেকে আসে নাই। সবাই চট্টগ্রামের। আমিও চট্টগ্রামের ছেলে। চট্টগ্রামের মানুষের মঙ্গল হয়, যেটার দ্বারা উপকার হয় সেটিই করবে সরকার। আইনজীবীদের প্রস্তাবিত দুটি নতুন ভবন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলবো না। এক সময় কোর্ট বিল্ডিংয়ের একপাশ দিয়ে উঠে আরেক পাশ দিয়ে বের হতাম। এখন কি সেটা সম্ভব?’
এর আগে গত বৃহস্পতিবার তিনদিনের সফরে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ডা. আহমদ কায়কাউস। সেদিনই তিনি মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরদিন শুক্রবার বন্দরের বে-টার্মিনাল পরিদর্শন, কাট্টলীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘরের জন্য প্রস্তাবিত ভূমি এবং মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status