বাংলারজমিন

কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সফল- মার্কিন রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৮:২৫ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যে এগিয়ে আছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে অত্যন্ত সুন্দরভাবে সামগ্রিক বিষয়গুলো তুলে ধরেছেন। জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখ হাসিনার ভাষণে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফল। জাতিসংঘে শেখ হাসিনার চমৎকার ভাষণ আমাকে মুগ্ধ করেছে। গতকাল সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের ট্রেনিং কেন্দ্র এবং টিবি রোগ নিরাময় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন ভূঁইয়া, উপ-পরিচালক সাজেদা খাতুনসহ কুমেক হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা। ডা. মো. মহিউদ্দিন ভূঁইয়া জানান, মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আমাদের হাসপাতালের কোভিড-১৯ কার্যক্রম ঘুরে দেখেন। এ ছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে হাসপাতালের কার্যক্রমের প্রশংসা করেন। পরে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার কুমিল্লা সন্তান এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের পরিচালক আফতাব-উল-ইসলাম মঞ্জুর কুমিল্লা নগরীর বাসভবনে যান। সেখানে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র  মনিরুল হক সাক্কুর নেতৃত্বে সিটি করপোরেশনের কর্মকর্তারা রাষ্টদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সিটি করপোরেশনেরে পক্ষ থেকে রাষ্ট্রদূতকে জলাবদ্ধতা, গোমতী খনন এবং ময়লার ডাম্পিং পয়েন্টসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ড. সফিকুল ইসলাম, কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসেন ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status