খেলা

নতুন মুখের আগমনে খুশি নাজমুল হাসান

স্পোটস রিপোর্টার

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৮:২০ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র কিনেছেন ৩২ জন। তবে তিন ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়ে আসবেন মাত্র ২৩ জন পরিচালক। বলার অপেক্ষা রাখে না সবকিছু ঠিক থাকলে তিন ক্যাটাগরিতেই হবে জমজমাট লড়াই। আগের দুই বোর্ডে ৮ বছর পরিচালক হিসেবে থাকা ৪ জন বাদে পুরানো ক্ষমতাধর প্রায় সবাই মনোনয়ন পত্র কিনেছেন। এছাড়াও নতুন মুখেরও বেশ ছড়াছড়ি। বিশেষ করে ক্যাটাগারি-৩ এ পরীক্ষিত ও শক্তিশালী সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন নাজমুল আবেদিন ফাহিম। এছাড়াও ক্যাটাগরি-২ জেলা বিভাগে নাঈমুর রহমানের প্রতিপক্ষ দু‘জন। এই ক্যাটাগরিতে রাজশাহী বিভাগ থেকে নতুন মুখ হিসেবে এসেছেন খালেদ মাসুদ পাইলট। তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন একই বিভাগ থেকে পূর্বের বোর্ডে পরিচালক হিসেবে থাকা সাইফুল আলম স্বপন চৌধুরীকে। এছাড়াও ক্যাটাগরি-২ ক্লাব থেকে নতুন মুখ ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, ওবায়েদ রশিদ নিজাম। টানা দুইবারের  বিসিবি সভাপতি হিসেবে নিজের বিদায়ী ভাষণে নির্বাচন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হাসান পাপন। এমনকি নিজের কোন প্যানেলও ঘোষণা করেননি। মূলত নতুন মুখ আসবে সেই আশাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছিনে সাবেক বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি যে এত নতুন মুখ এসেছে। মনোনয়নপত্র নেয়ার প্রথম দিন বেশ কয়েকটি নতুন মুখ দেখেছি। আজ শেষ দিনেতো অনেক দেখলাম। আমি নতুনদের স্বাগত জানাই।’


বিসিবি’র নির্বাচনে মনোনয়নপত্র কিনলেন  যারা
ক্যাটাগরি-১ জেলা ও বিভাগ
আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, আনোয়ারুল ইসলাম, শেখ সোহেল, আলমগীর খান, শফিউল আলম চৌধুরী, তানভীর আহমেদ টিটু, নাঈমুর রহমান, আশফাকুল ইসলাম, খালেদ হোসেন, আজম নাছির উদ্দিন, কাজী ইনাম আহমেদ, সাইফুল আলম স্বপন চৌধুরী।
ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব
নাজমুল হাসান পাপন, গাজী নজিম আহমেদ, মাহবুবুল আনাম, মাসুদুজ্জামান, ওবায়েদ রশিদ নিজাম, সাইফুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, ইসমাঈল হায়দার মল্লিক, এনায়েত হোসেন সিরাজ, ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু, মঞ্জুর কাদের, আবদুর রহমান, শওকত আজিজ রাসেল, রফিকুল ইসলাম, মঞ্জুর আলম।
ক্যাটাগরি-৩  
খালেদ মাহমুদ সুজন, নাজমুল আবেদিন ফাহিম
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status