খেলা

বার্সেলোনার দুর্দশায় খুশি নন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৮:২০ অপরাহ্ন

পেশাদার ফুটবলে ক্লাব দুটির দা-কুমড়া সম্পর্ক। এফসি বার্সেলোনার দুর্দশায় খুশি হওয়ার কথা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। তবে এবারের চিত্র ভিন্ন। নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। লা লিগা কিংবা উয়েফা চ্যাম্পিয়নস লীগ- দুই আসরেই হতাশাজনক পারফরম্যান্স ক্লাবটির। আর বার্সেলোনার বর্তমান অবস্থায় খুশি নন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। রিয়ালের ইতালিয়ান কোচ বলেন, ফুটবল ভালোবাসেন বিধায়, কোনো দলের খারাপ সময়কে পছন্দ করেন না । এমনকি সেটা তার চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের হলেও। শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে নামার আগে আনচেলত্তি বলেন, ‘আমি খেলা দেখি, আমি ফুটবল পছন্দ করি। কোনো দলের খারাপ সময় গেলে আমি খুশি হই না। দেখুন, আমি আমার সময়ের ওপর মনোযোগ দেই। আমি ফুটবল পছন্দ করি এবং সব ম্যাচই দেখি। আর কিছু নয়। কোনো দল যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে আমার ভালো লাগে না। সেটা হোক বার্সেলোনা বা অন্য কোনো দল।’
উয়েফা চ্যাম্পিয়নস লীগে নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ হেরেছে বার্সেলোনা। লা লিগায় জিততে পারেনি গ্রানাডা এবং কাদিজের মতো অপেক্ষাকৃত ছোট ক্লাবের বিপক্ষে। সবমিলিয়ে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় বার্সেলোনার। স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে সাত নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদের (৩৪ শিরোপা) পেছনে দ্বিতীয় সর্বাধিক ২৬ বারের চ্যাম্পিয়নরা।
দুই ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ

‘এই দেশে অকারণেই মাঠ থেকে বের করে দেয়া হয়’- স্প্যানিশ লা লিগায় কাদিসের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর এমন কথা বলেছিলেন বার্সেলোনার ক্ষুব্ধ কোচ রোনাল্ড কোম্যান। আর লা লিগা কর্তৃপক্ষ দেখালো কোম্যানের দোষটা লঘু ছিল না। টাচলাইনে বার্সেলোনার ডাচ্‌ কোচকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
কাদিসের বিপক্ষে বৃহস্পতিবার গোলশূন্য ড্রয়ের ম্যাচে শেষ সময়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদের জেরে লাল কার্ড দেখেন কোম্যান। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটি শুক্রবার জানায় বার্সেলোনা কোচের শাস্তি।
রোববার লেভান্তের বিপক্ষে ও আগামী সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কোচকে টাচলাইনে পাবে না বার্সেলোনা। কাতালান ক্লাবটি অবশ্য জানিয়েছে, কোচের নিষেধাজ্ঞা এক ম্যাচে কমিয়ে আনতে আপিল করবে তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status