বাংলারজমিন

‘পর্যায়ক্রমে সমস্ত রেল লাইনগুলোকে ব্রডগেজে রূপান্তর করা হবে’

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৮:১১ অপরাহ্ন

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, পদ্মা সেতুতে আমরা আশা করছি, আগামী বছরের জুন মাসে সড়ক সেতু খুলে দেয়া হবে। গোটা দেশে আমাদের যে মিটারগেজ লাইনগুলো আছে, পর্যায়ক্রমে সমস্ত লাইনগুলোকে ব্রডগেজ লাইনে রূপান্তর করার পরিকল্পনা সরকারের রয়েছে। গোটা বাংলাদেশে রেল ব্যবস্থাকে যেখানে সিঙ্গেল লাইন সেখানে ডাবল লাইন, যেখানে মিটারগেজ সেখানে ডুয়েলগেজ করা হবে। চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ৩ বছর রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি, কিন্তু এ পর্যন্ত কুমিল্লা থেকে জোরালো আবেদন পাইনি। এখানকার মানুষ রেলপথে ঢাকায় যেতে অনেক দূরত্ব অতিক্রম করে যাচ্ছেন। নারায়ণগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হলে চট্টগ্রামের সঙ্গে কুমিল্লা হয়ে ঢাকার দূরত্বও কমে আসবে। মন্ত্রী গতকাল দুপুরে কুমিল্লা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরমে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল রেল লাইন নির্মাণ এবং বিদ্যমান রেল লাইনকে ডুয়েলগেজে রূপান্তরকরণ প্রকল্পের অধীনে লাকসাম-কুমিল্লা সেকশনে ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি এডভোকেট আবুল হাশেম খান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, প্রকল্প পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে রেলমন্ত্রীর সহধর্মিনী শাম্মী আকতার মনি, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি উদ্বোধনের মধ্য দিয়ে কুমিল্লা থেকে লাকসাম পর্যন্ত ২৪ কিলোমিটার এই লাইন দিয়ে ডাবল লাইন যোগাযোগ শুরু হয়েছে। লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার ডাবল লাইন ডুয়েলগেজ রেল লাইনের মধ্যে ২৪ কিলোমিটার ইতিমধ্যে সমাপ্ত হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে দোহাজারি পর্যন্ত মিটারগেজ আছে, সেই অংশটুকু ব্রডগেজ হবে। আর দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েলগেজ রেল লাইনের কাজ এগিয়ে চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status