বাংলারজমিন
‘জাতীয় পার্টি পুনর্গঠন করা হবে’
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২০২১-০৯-২৬
জাতীয় পার্টি পুনর্গঠন করা হবে জানিয়ে দলটির সিনিয়র কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন- এরিক আমাদের সঙ্গে আছে, লাঙ্গলও আমাদের সঙ্গে থাকবে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হুসাইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান, নবীনগরের সন্তান কাজী মামুনুর রশিদের পক্ষ থেকে ৫শ’ অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আপনাদের সন্তান কাজী মামুনুর রশিদ এখন সারা দেশের নেতা। এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির দায়িত্বে আছেন তিনি। সারা দেশে জাতীয় পার্টি পুনর্গঠনে তিনি আমার সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্যে ওয়াদাবদ্ধ হয়েছেন। কাজী মামুনুর রশিদ তার বক্তৃতায় বলেন, বিদিশার সুযোগ্য নেতৃত্বে জাতীয় পার্টি এগিয়ে যাবে। এরশাদ পরিবারকে নিয়ে যে নোংরা খেলা হচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা তা মেনে নিতে পারে না। রাতের অন্ধকারে যারা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তাদের বলতে চাই এরশাদের জাতীয় পার্টি আপনাদের কাছে নিরাপদ নয়। জাতীয় পার্টি নিরাপদ রওশন এরশাদের কাছে। বিদিশা এরশাদ, সাদ ও এরিক এরশাদের কাছে নিরাপদ এই পার্টি। তাদের নেতৃত্বে সারা দেশের নেতাকর্মীরা আজ উজ্জীবিত। সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। নবীনগর উপজেলা জাতীয় পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক মন্ত্রী ও বিএলডিপি চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দীকি, জাতীয় গণতান্ত্রিক মানবিক পার্টি চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।