বাংলারজমিন

মুন্সীগঞ্জে লাইটার জাহাজে হামলা শ্রমিকদের মারধর, পেট্রোল বোমা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৭:৫৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনার চরমুক্তারপুর এলাকায় দুবৃর্ত্তরা এনডিই রেডিমিক্স কংক্রিট লিমিটেডের ১৩টি লাইটার জাহাজ আটক করে জাহাজের ক্যাপ্টেন ও স্টাফদের মারধর করার ঘটনা ঘটেছে। এ সময় দুবৃর্ত্তরা জাহাজের পেট্রোল বোমা ছুড়ে মারে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জ সদরের চরমুক্তারপুর এলাকার এনডিই রেডিমিক্স কংক্রিট লাইটার জাহাজে এ ঘটনা ঘটায় একদল দুবৃর্ত্ত। এ ঘটনায় গতকাল দুপুরে এনডিই রেডিমিক্স কংক্রিট লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর (অব.) মোজাম্মেল হোসেন মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জাহাজের শ্রমিকরা জানান, চট্টগ্রামের বর্হিনোঙর থেকে লাইটার জাহাজে করে পাথর নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসার পথে মুন্সীগঞ্জের চরমুক্তারপুর এলাকার ধলেশ্বরী-শীতলক্ষ্যার মোহনায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনারস এসোসিয়েশনের ৫০-৬০ জনের একদল শ্রমিক সশস্ত্র অবস্থায় ৭-৮টি ট্রলারে করে জাহাজের গতিরোধ করে জোরপূর্বক নদীতে নোঙর করে। এ সময় জাহাজের ক্যাপ্টেন ও স্টাফদের মারধর করে। জাহাজ বন্ধ রাখার হুমকি দেয়। এনডিই রেডিমিক্স কংক্রিট লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর (অব.) মোজাম্মেল হোসেন জানান, এনডিই রেডিমিক্স জাতীয় পর্যায়ের একটি উন্নয়ন প্রকৌশল সংস্থা। এর নিজস্ব ৩৬টি লাইটার জাহাজ রয়েছে। এসব জাহাজ প্রতিষ্ঠানের নিজস্ব মালামাল গভীর সমুদ্রে থাকা মাদার ভেসেল থেকে পরিবহন করে থাকে। বিদেশ থেকে আমাদের নিজস্ব খরচে আমরা পাথর আমদানি করে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি বিভিন্ন প্রকল্পের কাজ করে থাকি। আমাদের ৯টি নিজস্ব কারখানা আছে। আমরা চট্টগ্রাম থেকে পাথর নিয়ে ভোলা হয়ে রূপগঞ্জের মেইন ইয়ার্ডে পাথর আপলোড করে থাকি। কিন্তু একটি চক্র আমাদের দেশের উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করছে। শুক্রবার দিবাগত গভীর রাতে চরমুক্তারপুরে আমাদের জাহাজগুলো আটক করে জাহাজের ক্যাপ্টেন ও স্টাফদের মারধর করে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। জাহাজ শ্রমিকদের হুমকি এবং মারধর করে পেট্রোল বোমা ছোড়ে। জাহাজে নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকায় তাৎক্ষণিক তা নিভিয়ে ফেলা হয়। এ ব্যাপারে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম জানান, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। জাহাজে পণ্য পরিবহনের একটা নীতিমালা আছে, কিন্তু তারা তা মানেন না। অন্যকে দোষারোপ করে নিজেরা নীতিমালা মানছেন না। এ ব্যাপারে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই নুরুল ইসলাম বলেন, জাহাজ শ্রমিকদের সব ধরনের নিরাপত্তা দেয়া হবে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status