খেলা

সিটি জিতলেও পারেনি ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৭:৪৮ অপরাহ্ন

শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টারের দুই জায়ান্টের ভিন্ন লড়াইয়ে ছড়িয়েছে রোমাঞ্চ। ম্যানচেস্টার সিটি-চেলসির লড়াইয়ে শেষ হাসি সিটিজেনদের। স্টামফোর্ড ব্রিজে পেপ গার্র্দিওলার দল ১-০ গোলে হারিয়েছে চেলসিকে। ঘরের মাঠে হারের হতাশা ম্যানচেস্টার ইউনাইটেডের। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের যোগ করা সময়ে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি মিস করায় অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে ম্যানইউ।
ওল্ড ট্র্যাফোর্ডে বলের দখল, গোলমুখে শট সবকিছুতেই এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যাসন গ্রিনউড, পল পগবারা ব্যর্থ হয়েছেন। ভিলার গোলমুখে ১৬টি শট নেয় রেড ডেভিলরা। যার ৪টি ছিল লক্ষ্যে। ভিলা ৩ শটের তিনটিই রাখে লক্ষ্যে। পুরো ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রেখেও হারের হতাশা ম্যানইউর। রেড ডেভিলদের স্তব্ধ করে দেয়া গোলটি করেন কোর্টনি হাউস। ৮৮তম মিনিটে কর্ণার থেকে দারুণ হেডে বল জালে জড়ান এই ইংলিশ ডিফেন্ডার। সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ম্যানইউ। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় রেড ডেভিলরা। পেনাল্টি নেননি ক্রিস্টিয়ানো রোনালদো। স্বদেশি ব্রুনো ফার্নান্দেজ স্পটকিক উড়িয়ে মারলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। ইংলিশ লীগ কাপে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে হারে ওলে গানার সুলশারের দল। জয়ের ধারায় ফিরতে মরিয়া ছিল ম্যানইউ। ব্রুনোর পেনাল্টি মিসে জোটেনি ১ পয়েন্টও।
ম্যানচেস্টারের অন্যপাশে উৎসবের আমেজ। চেলসিকে তাদের মাঠে হারিয়েছে সিটিজেনরা। মাঠের ফুটবলে এদিন একচ্ছত্র আধিপত্য পেপ গার্দিওলার দলের। চেলসিকে কোনো সুযোগই দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬০ শতাংশ বলের দখল রেখে গোলমুখে নিয়েছে ৯ শট। ৪টি লক্ষ্যে রাখতে পারে সিটি। চেলসি পুরো ম্যাচে গোলমু্েযখ কোনো শটই নিতে পারেনি। ম্যানসিটির জয়ের নায়ক গ্যাব্রিয়েল জেসুস। ৫৩তম মিনিটে গোল করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status